৮ হাজার ইয়াবা সহ ১টি সিএনজি গাড়ি জব্দ ও দুই যুবককে আটক করেছে পুলিশ

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৪৮ বার পঠিত

 

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১টি সিএনজি গাড়ি জব্দ ও দুই যুবককে আটক করেছে। পুলিশ জব্দকৃত গাড়ি তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করেন।

রোববার গভীর রাতে পুলিশ পরিদর্শক সোহাগ রানার নেতৃত্বে এস আই মোঃ বাবুল ও এস আই মোঃ আল আমিন এ অভিযান চালান ।
ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ারের সামনে ইয়াহিয়া গার্ডেন’র প্রবেশমুখ থেকে এ সব ইয়াবা উদ্ধার করে তারা। জব্দকৃত সিএনজি রেজিঃ নং কক্সবাজার থ ১১-৪১১৮)। এখানে তল্লাশি করে সিএনজির ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় সিএনজির ড্রাইভার কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (৩২) বাহারছড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে নুরুল হুদা(৩৬) উভয়কে সিএনজি সহ আটক করতে সক্ষম হন পুলিশ।

এদিকে,নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন,তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর