কুষ্টিয়ার কৃষকের স্বপ্নের ধান এখন পানির নিচে

 কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৪১ বার পঠিত

 

কুষ্টিয়ায় এক সপ্তাহের ব্যবধানে দফায় দফায় বৃষ্টিতে ক্ষেতের পাকা ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের স্বপ্নও তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে হতাশায় দিন পার করছেন কৃষকরা।

কুষ্টিয়া সদর উপজেলার কৃষক মিন্টু জানান, একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বৈরী আবহাওয়া যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ক্ষেতে কেটে রাখা ধান ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টির পানিতে ভাসছে। ধানের ফলন এবং দাম ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। ধান ঘরে তোলার মুহূর্তে বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে চাষিরা চরম উৎকণ্ঠায় পড়েছেন । এ ছাড়া, শ্রমিক সংকটে ধান ঘরে তোলা নিয়ে খুব চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা।

এ জেলায় ঈদের ২-৩ দিন আগে থেকে ধান কাটা শুরু হয়েছে। তবে বৃষ্টি হওয়ায় অনেক কৃষক আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। এসময় পুরোদমে ধান কাটার মৌসুম শুরু হলেও এখনও অধিকাংশ কৃষক ক্ষেতের ধান ঘরে তুলতে পারেননি। আর ২/১ সপ্তাহ সময় পেলে পাকা ধানগুলো কেটে ঘরে তুলতে পারতেন কৃষকরা।

এদিকে সপ্তাহ পার না হতেই ফের গত বুধবার (১১ মে) ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টি হওয়ায় মাঠের পর মাঠ পাকা ধান মাটিতে নুইয়ে পড়েছে। অনেক জমিতে কেটে রাখা ধান পানিতে ডুবে গেছে। এতে ধানের সঙ্গে ডুবছে কৃষকের স্বপ্নও।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর