মেহেরপুরের গাংনীতে জাতীয় সাংবাদিক সংস্থা’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট), বেলা ১১ টার দিকে জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, গাংনী উপজেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদের আনোয়ার হোসেন।
জাতীয় সাংবাদিক সংস্থা’র নির্বাহী সদস্য ও দৈনিক দেশ সেবা’র আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সংস্থা’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদের গোলাম মস্তফা, সহ-সভাপতি ও দৈনিক বিজয়ের রফিকুল ইসলাম, দৈনিক চুয়াডাঙ্গার সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ সেবা’র সুজন আলী, প্রচার সম্পাদক ও সাপ্তাহিক নয়া আন্দোলনের মরজেম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও দেশের ডাকের নাজমুল হক এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের কামাল হোসেন খান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমাচারের মাজিদ আল মামুন এবং গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের সাহাজুল সাজু।
জাতীয়
অন্যান্যের মধ্যে অর্থ সম্পাদক ও দৈনিক শিকলের মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য বাংলা ৭১টিভির আকাশ হোসেন, এস টিভি বাংলার মিঠুন দাস, রায়তাল হোসেন, আক্তারুজ্জামান ও আতিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলফাজ উদ্দিন।