“যেখানে একটি গাছ রোপিত হয় সেখানে জন্ম নেয় হাজারো জীবনের সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জে, টি, এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের এই বৃক্ষ রোপন কর্মসূচি ১০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জে, টি, এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (সোনা)
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ জাহাঙ্গির সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ সময় বেশ কয়েকটি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।