গাংনীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে কুপ্রস্তাব: ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পঠিত

 

গাংনীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামের এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল খালেক গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চ্যাতন মন্ডলের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের বরাতে জানা গেছে, গত ২১ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে গাংনী ফিলিং স্টেশনের সামনে ওই ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেন। পরে সে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। আজ সকালে স্কুলে যাওয়ার সময় ছাত্রীটি অভিযুক্তকে দেখে শনাক্ত করলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেককে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, আহত অবস্থায় অভিযুক্তকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর