গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে দেড় বছরের লাবিব নামের বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার বাওট গ্রামের মধ্যেপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু লাবিব পুকুরের খেলা করতে গিয়ে অসাবধান বসত করে পড়ে মারা যায়।তার অনেক খোঁজাখুঁজি না পেয়ে পুকুরে গিয়ে লাবিব এর মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।