শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাংনী উপজেলার জে,টি,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহ অফিসার মো: আনোয়ার হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজর আব্দুল্লাহ আল মাসুম, ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।