গাংনীতে শ্লীনতাহানীর অভিযোগে একজনকে গ্রেফতার

গাংনী উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৭০ বার পঠিত
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে ০৯বছরের শিশুকণ্যাকে শ্লীনতাহানীর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
গত ০৮ জুন ২০২২ বুধবার আনুমানিক বেলা ১২ টার সময় গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের মৃত পাতান শেখের পুত্র খলিলুর রহমান খলিল (৫৫)। প্রতিবেশি খোদাবক্সের কন্যা মোছাঃ আফরিনা খাতুন (৯) কে নিজ বাড়িতে তার গোসলখানায় ডেকে নিয়ে মেয়েটির শরিরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে উত্তেজিত করে যৌনমিলন করার চেষ্টা করে এবং শ্লীনতাহানী করে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে খলিলুর রহমান খলিল আফরিনাকে ছেড়ে দেয়। কিন্তু এ সময় কেউ কিছু বুঝে উঠতে পারেনি পরবর্তীতে মেয়েটি নিজ বাড়িতে এসে পরিবারের কাছে এ ঘটনা প্রকাশ করে। এ বিষয়ে ভিক্টিমের মা হাসেনা খাতুন গত ৮ জুন ২০২২ ইং তারিখে গাংনী থানার একটি মামলা করেন। মামলা নং ১৪, তারিখ ৮/৬/২০২২ ইং এ মামলায় আসামি খলিলুর রহমান খলিলকে গ্রেফতার পুবর্ক আজ সকালে গাংনী থানার পুলিশ মেহেরপুর কোর্টে সোর্পদ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর