গাংনীতে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি গাঁজাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৭৬ বার পঠিত

 

মেহেরপুরের গাংনীতে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ১’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে আটক করে ।আটককৃত হল,উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত নিয়াজ উদ্দীনের ছেলে আমিরুল ইসলাম(৫৫)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী  জানান,মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে,গাংনী থানার জিআর ৮৩/১৮ মামলার ৬ মাসে পলাতক আসামী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই মাহাতাব উদ্দিন ফোর্স নিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে আরও ১’শ গ্রাম গাঁজা গাঁজা বিক্রয়ের ৭’শ টাকা উদ্ধার করা হয়।

 

আটককৃত বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তিনি আরো পিতার বিরুদ্ধে ইতিপূর্বে আরো চারটি মামলা বিচারাধীন রয়েছে।

সাজাপ্রাপ্ত মামলার বিবরণীঃ-জিআর-৮৩/১৮,মামলা নং-২৫,তাং-১৮-১১-১৯

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর