মেহেরপুর গাংনী উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি অনুমোদন হওয়ায় গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন সংস্থার প্রতিনিধি দল।
গত বৃহস্পতিবার(১০ এপ্রিল)২০২৫ জাতীয় সাংবাদিক সংস্থার গাংনী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান জুলফিকার আলি ভূট্টো।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম । উপস্থিত ছিলেন উপদেষ্টা,প্রভাষক মাহবুবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন মেহেরপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আল আমিন হোসেন।
উপস্থিত ছিলেন, গাংনী জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আনোয়ার হোসেন, ও জাতীয় সাংবাদিক সংস্থার সেক্রেটারি গোলাম মোস্তফা।
আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন, সাংবাদিক আসাদুজ্জামান।
অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে উপস্থিত ছিলেন,গাংনী জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো:আবুল কালাম আজাদ।
অর্থ সম্পাদক মনিরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক,
মাহবুব হক, দপ্তর সম্পাদক রাশেদ খান, প্রচার সম্পাদক মরজেম হোসেন, নির্বাহী সদস্য মো:নাজমুল হক আরও ছিলেন,মাহফুজ,কামাল,সোহেল মাহমুদ,আসাদুজ্জামান আসাদ,মিঠুন দাস,আক্তার হোসেন ও আকাশ।
অনুষ্ঠান শেষে সংগঠনের সকলের সহায়তায় খাওয়ার ব্যবস্থা করা হয়।