গাংনী বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী মেসার্স সাইফুল ট্রেডার্স এর সত্বাধিকারী আমিরুল ইসলাম (শাহ্) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ ০৫ই এপ্রিল ২০২৫ইং বাদ যোহর নিজ বাসার সামনে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং গাংনী কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
তিনি গাংনী উপজেলার ০৫নং মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের ফয়েজ উদ্দিন শাহ্ এর ছেলে। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন মেজো। এখনও তার দুই ভাই দুই বোন জীবিত।
পরিবার সুত্রে যানা যায় আজ ০৫ই এপ্রিল ২০২৫ইং রবিবার রাত ০৩টার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংসারে স্ত্রী দুই ছেলে এক মেয়ে, জামায় নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে পাড়ি জমালেন না ফেরার দেশে। তিনি অত্যন্ত সৎ ভাল মানুষ হিসেবে পরিচিত মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।