চট্টগ্রাম বন্দর টিলা শাহ প্লাজা মার্কেটের সামনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ম্যানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতা, বিচারহীন সংস্কৃতি ও রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন—রাষ্ট্রীয় সুশাসন নিশ্চিত না হলে মানবাধিকার রক্ষা সম্ভব নয়।
মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন ভার্ড বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা।সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগ ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো : বিল্লাল হোসেন বেলাল।
সভায় বক্তারা বলেন—বর্তমানে দেশে বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, গুম, কারাগারে দুর্ব্যবহার, শিশু নির্যাতন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, দখলবাজি ও গণপিটুনির মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।এসব কর্মকাণ্ড সরাসরি মানবাধিকারের লঙ্ঘন এবং সামাজিক নিরাপত্তা দুর্বল হওয়ার বড় প্রমাণ। তারা বলেন—মানবাধিকার নিশ্চিতে সরকারের তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
বক্তারা আরও বলেন—২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা, দলগুলোর অনৈক্য ও প্রাণহানির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।এর ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম।তিনি বলেন—“মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীলতা ও রাজনৈতিক শক্তির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানুষের জীবন–নিরাপত্তাই যে কোন উন্নয়নযাত্রার প্রথম শর্ত।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনঃ মোঃ আনিসুল ইসলাম চৌধুরী,সহ–সভাপতি, কেন্দ্রীয় কমিটি,ভার্ড বাংলাদেশ,মো: মাসুদ আলম সাগর,সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস), চট্টগ্রাম বিভাগ,ব্যুরো প্রধান, দৈনিক বাংলাদেশ সমাচার,মো: নুরুল কবির,সাধারণ সম্পাদক, জেএসএস চট্টগ্রাম বিভাগ,ও ব্যুরো প্রধান, মাই টিভি চট্টগ্রাম,মোহাম্মদ আজিজ উপদেষ্টা, জেএসএস চট্টগ্রাম মহানগর,কমিটি,রোটারিয়ান”এডভোকেট মোঃ শাহেদ,আইন বিষয়ক সম্পাদক, ভার্ড বাংলাদেশ”মোহাম্মদ খলিলুর রহমান,অপরাধ অনুসন্ধান সম্পাদক ও প্রকাশক, ভার্ড বাংলাদেশ।
আর ও উপস্থিত ছিলেনঃ মানবাধিকার ও সামাজিক সংগঠনের প্রতিনিধি—আবুল কালাম আজাদ, মজিবুল হক বকুল, হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুল আজিজ, শহিদুল ইসলাম, আরিফুর রহমান, আসাদুজ্জামান, ফারুক আহমেদ ঢালি, কামাল হোসেন, মিলন মোল্লা, মুরাদ হোসেন, ডা. ইমরান হোসেন, আলমগীর কবির, মোহাম্মদ হাবিব, আলমগীর হোসেন, তানিয়া আক্তার, সানজিদা আক্তারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন—বাংলাদেশের উন্নয়ন টেকসই করতে হলে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা অত্যাবশ্যক। রাষ্ট্র, সুশীল সমাজ, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্বকে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে—এমন আহ্বান জানানো হয় কর্মসূচিতে।