জমে উঠেছে বিরামপুরের 04নং দিওড় ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আকতারুজ্জামান হাকিমপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৯৫১ বার পঠিত

 

বিরামপুর উপজেলার 04নং দিওড় ইউনিয়ন ঘুরে জানা যায় 04নং দিওড় ইউনিয়ন 08নং ওয়ার্ডের জনগণ এবারে 4জন মেম্বার পদপ্রার্থী এদের মধ্যে (1)মোঃ আবুতালেব, (2) মোঃ মশিউর রহমান, (3) মোঃ নবীনূর হক (4) মোঃ আকরামুল হক। বতমানে 08নং ওয়ার্ডের প্রায় 3,000 হাজার জনগণ পুরাতনকে বদলায়ে নতুন মুখ দেখতে চায়। এরি ধারাবাহিকতায় নতুন মুখ হিসাবে উক্ত 08নং ওয়ার্ডে জন জরিপে বিশিষ্ট্য সমাজ সেবক জনদরদী মোঃ আকরামুল হোসেন সবার চেয়ে এগিয়ে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর