জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসনাত তুহিন পেলেন ট্রাস্টের সম্পাদকীয় দায়িত্ব

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

 

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাসিক সভা দাগনভূঞার একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান এম এ তাহের পণ্ডিত। সংগঠনের ডিরেক্টর তবারক হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আলমগীর ননী, আবুল হাসনাত তুহিন, মোখছেদুর রহমান পাভেল, আলাউদ্দিন আল হাসান, জাকির হোসেন, শাহ আলম সিনিয়র, শাহ আলম জুনিয়র, অর্জুন দাস, জিয়াউল হক পিন্টু, তাহেরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল আউয়াল মিলন, কামরুল ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুন:

https://youtube.com/shorts/EhU_lytU4c4?feature=shared

সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে-
ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,,নতুন সদস্য অন্তর্ভুক্তি,,ট্রাস্টের বৃত্তি পরীক্ষা আয়োজন,,সাহিত্য সাময়িকী প্রকাশ,,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান এবং ট্রেজারারের দায়িত্ব অর্পণ।

সদস্যদের সর্বসম্মতিক্রমে, জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আবুল হাসনাত তুহিন-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আলাউদ্দিন আল হাসান-কে ট্রেজারারের দায়িত্ব প্রদান করা হয়।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক করা হয় ডা. জাকির হোসেনকে, সাহিত্য সাময়িকীর সম্পাদক আলমগীর ননীকে এবং বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয় মাস্টার কামরুল আহসানকে।

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ও ট্রেজারারের নেতৃত্বে ট্রাস্ট আরও গতিশীল ও সাংবাদিক কল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর