নিরাপত্তা ও শৃঙ্খলার জিরো-টলারেন্স: ইপিজেড থানায় নাগরিক ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

নিরাপত্তা ও শৃঙ্খলার জিরো-টলারেন্স: ইপিজেড থানায় নাগরিক ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের ইপিজেড থানার উদ্যোগে এবং ওয়ার্ড সিটিজেনস্ ফোরাম কমিটির সমন্বয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইন-শৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ এবং ইপিজেড থানার পুলিশ সদস্যরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাংগীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) এবং জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন)।

নাগরিক প্রতিনিধিদের মধ্যে ছিলেন জনাব রোকন উদ্দিন মাহমুদ খলিল, সভাপতি, সিটিজেনস ফোরাম সমন্বয় কমিটি, ইপিজেড থানা, জনাব মোঃ মজিবুল হক বকুল, সাধারণ সম্পাদক, এবং জনাব মোহাম্মদ জামির হোসেন জিয়া, অফিসার ইনচার্জ, ইপিজেড থানা।

সভায় আলোচিত বিষয়ের মধ্যে ছিল আইন-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এবং স্থানীয় জনগণকে নিরাপত্তা সেবা প্রদান। নাগরিকরা সরাসরি তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন, যা পুলিশ ও সিটিজেনস ফোরাম কমিটির সমন্বিত উদ্যোগে দ্রুত সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভাটি অনুষ্ঠিত হয় দক্ষিন হালিশহর উচ্চ বিদ্যালয়, ইপিজেড, চট্টগ্রাম-এ, ২৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪টায়, এবং এটি সরাসরি ইপিজেড থানার আয়োজনে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একযোগে নাগরিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ মোকাবেলায় সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পুলিশ প্রশাসন ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভা চট্টগ্রামের আইন-শৃঙ্খলা ব্যবস্থায় স্বচ্ছতা, দ্রুত সেবা প্রদানে দক্ষতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, সভায় নাগরিকদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে স্থানীয় সমস্যা দ্রুত সমাধানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আগামী দিনে শহরের নিরাপত্তা ও সামাজিক শান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর

 

 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজার এলাকা বহু বছর ধরেই কিশোর গ্যাং ও অপরাধচক্রের দৌরাত্ম্যের শিকার ছিল। সম্প্রতি এলাকাবাসীর সরাসরি সহযোগিতা ও পুলিশের কৌশলগত অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং সদস্য জিসান মির্জা (১৬) গ্রেফতার হয়েছেন।

অভিযানটি পরিচালনা করেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া। সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলাম নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান এবং এসআই মোঃ আরিফ হোসেন নেতৃত্বে বিশেষ ফোর্স অভিযান চালান।

জিসানের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা নং–০৫ (ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি) চলছিল। এলাকাবাসীর অভিযোগ—তিনি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এলাকায় ভয়ঙ্কর অপরাধচক্রকে সংগঠিত করেছিলেন; তার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের কার্যক্রম ভয়াবহ রূপ নিয়েছিল।

তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ইসাপুর/ভেন্ডারবাড়ি। পিতা মোঃ রাশেদ, মাতা সুমি বেগম—বর্তমানে পরিবারটি চট্টগ্রামের বিজয়নগরে বসবাস করেন।

তবে গ্রেফতারের পরও ভয়াবহ হুমকি থামেনি। যারা স্থানীয়ভাবে পুলিশের সাথে সরাসরি সহযোগিতা করেছেন—বিশেষত কয়েকজন বাড়িওয়ালা—তারা জিসানের প্রভাবশালী নেটওয়ার্কের পক্ষ থেকে খোলাখুলি হুমকির মুখে পড়েছেন। গ্রেফতার হওয়া সত্ত্বেও তার আশপাশের লোকজন ও শর্তসাপেক্ষ সহায়তাকারীর মাধ্যমে স্থানীয়দের উপর মানসিক চাপ ও আতঙ্ক সৃজিত করার চেষ্টা চলছে।

এলাকাবাসীর কণ্ঠে সংকেত “পুলিশ যদি অটল থাকে, অপরাধী চক্র ধ্বংস হবে; কিন্তু এখনো আমরা ভয়ে আছি—হুমকি থামেনি।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতাকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। সিএমপি’র বন্দর বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে—অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে এবার শাসনতান্ত্রিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অবশেষে পুলিশের জালে কুখ্যাত জিসান—বাড়িওয়ালাদের ওপর হুমকির তাণ্ডব