ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষকদের যোগদান

মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

 

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া কসবা মাধ্যমিক বিদ্যালয়ে নবনিযুক্ত দুইজন সহকারী শিক্ষক যোগদান করেছেন।

আজ সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।

যোগদানকারী শিক্ষকেরা হলেন— মো: সোহেল রানা, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) এবং মো: হাছিবুল ইসলাম ফয়সাল, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান (লুডু) ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আকরামুল হক স্বপন, সহকারী প্রধান শিক্ষক রেজাউল হকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান (লুডু) নবাগত শিক্ষকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন দুই শিক্ষক যোগদানের মাধ্যমে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।

কমিটির সভাপতি আকরামুল হক স্বপন বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুন শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অবদান রাখবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর