মেহেরপুরে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

 

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর), বিকেলে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচরণবিধি এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করা হয়।
এসময় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদস্য পদপ্রার্থীদের সাথে নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দর পরিবেশ যাতে বজায় থাকে সে ব্যাপারে সকলে সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার রাফিউল আলম গত ১১ নভেম্বরের চেয়েও ভালো নির্বাচন উপহার দেবার কথা জানিয়েছেন।
এসময় মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার কবীর উদ্দীন, মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দ্বারা খানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর