মেহেরপুরে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৮২ বার পঠিত

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জাদুখালি পাড়া বাবলু মিয়ার বাড়ি থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার পিরোজপুর জাদুখালি পাড়া গ্রামের দবীর আলীর ছেলে বাবলু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভিতরে ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ৬টি পলিথিন ব্যাগে রাখা ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে বাবলু মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর