মেহেরপুরে মুহম্মদ মহসীন এর সাহিত্যে ৪০ বছর

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৯ বার পঠিত

 

জীবনের ভাবনা গুলো, জীবনে কখনো কারো শ্রেষ্ঠ ভাবনা হয়ে যায়। সভ্যতা যখন নেপথ্যে,বিবেক তখন পলাতক তবুও কিছু মানুষ ইচ্ছার সূই সৃতাই আলো খোঁজ করে আজন্মকাল। সাহিত্যিক মুহম্মদ মহসীন হাজারো বিবর্ণতার মধ্যেই জীবন যুদ্ধের অংক গুলো মিলাতে চাই তার সাহিত্যের সাত কাহনে। তিনি মনে করেন সাহিত্য যুদ্ধ করেই অন্যায় এর বিরুদ্ধে অন্তরের ভাবনা গুলো উজাড় করে প্রকাশ করা যায়। মেহেরপুরের কম বেশি সবার চেনা মানুষ মুহম্মদ মহসীন ৮২ সাল থেকে সাহিত্য চর্চ্চা করে যাচ্ছেন,তিনি ৯০ এর দশকে পশ্চিম বঙ্গের ৫ টি সাহিত্য সংগঠনের কবিতা উৎস্বব অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রন পত্র পেয়েছিলেন,এ ছাড়াও মহসীন “আমার চোখে চীন“ একটি লেখা সৃষ্টি করে চীন বেতারের ৭ দিন চীন ভ্রমনের বেতারে আমন্ত্রিত হয়ছিলেন। অন্যদিকে ৯৭ সালে কুষ্টিয়ার একটি সাহিত্য সংগঠন থেকে সাহিত্য রচনা করে প্রথম পুরুস্কার অর্জন করেছিলেন। এই সাহিত্য পাগল মানুষটির ৯০ দশকে পশ্চিম বঙ্গের অর্ধশত আন্চলিক সাহিত্যপত্রে নিয়মিত সাহিত্য প্রকাশিত হতো। সাহিত্যের শব্দ খো্ঁজা মহসীনের লেখা খুলনা বেতারের অঙ্কুর অনুষ্ঠানে নিয়মিত প্রকাশ হতো। এছাড়াও কুষ্টিয়ার দৈনিক সময়ের কাগজ,দিনের খবর, মাটির ডাক সংবাদপত্রে প্রতিদিন ছাপা হতো,ইদানীং স্থানিয় একটি সংবাদপত্রে তার সাহিত্য প্রতিদিন প্রকাশিত হয়ে থাকে। তিনি ফেইসবুকে মহসীন আলী নামে পোষ্ট দিয়ে নিয়মিত সাহিত্য চালিয়ে যাচ্ছেন। এই সাহিত্যিকের জীবনে কত হাজার লেখা প্রকাশ হয়েছে তার সঠিক হিসাব তিনি দিতে পারবেন না বলে জানান তবে তিনি বলেন বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে তার পুরস্কার অর্জন ২৫০ এর বেশী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর