মেহেরপুরে ১৬০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৪২ বার পঠিত

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল সহ হাদিসা খাতুন(৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত হাদিসা খাতুন মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের স্কুল পাড়ার আব্দুল মালেকের স্ত্রী।মেহেরপুর সদর থানার ওসি(ভারপ্রাপ্ত) মহম্মদ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অরূপ কুমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাদিসা খাতুনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত হাদিসা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক শনিবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর