মেহেরপুর জেলা ডিবি পুলিশের হাতে আটক দু’মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৬১৩ বার পঠিত

 

মেহেরপুরের মুজিবনগরে জেলা ডিবি পুলিশের অভিযানে ২৭ বোতল কোডিন ফসফেটযুক্তসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী ও ছদর উদ্দিনের মেয়ে মুক্তি খাতুন (৩২) ও মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহীন হোসেন (৩০)।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস মআই (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২৭ বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য welcyrex এক নারীসহ দু’জনকে আটক করেন।আটককৃতদের বিরুদ্ধে মজিব নগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তিনি আরো গাংনীর চোখ’কে জানান,আটককৃতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর