রংপুরে ডিবি কর্তৃক ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধারসহ ০৪ আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৮৭ বার পঠিত

আজ ২৫ নভেম্বর(বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ(ডিবি উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর পরিকল্পনায় রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে মোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
১ম অভিযানে রাত্রী ১২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ এবং সঙ্গীয় ফোর্সসহ আরপি এমপি, রংপুর কোতয়ালী থানাধীন ২১ নং ওয়ার্ডস্থ নিউ আদর্শপাড়া মোড় থেকে ২০(বিশ) পিস কমলা রংয়ের নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। মোঃ বুলবুল আহেমদ বাধন(২৮) পিতা- মোঃ আঃ হালিম ড্রাইভার, সাং- নিউ আদর্শপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়।
২য় অভিযানে রাত্রী ২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ২১ নং ওয়ার্ডে বেতপট্টিস্থ হোটেল রাজ এর চতুর্থ তলার ৩৪ নম্বর কক্ষে মাদক দ্রব্য ইয়াবা এবং গাঁজা ক্রয়-বিক্রয় কালে ৩০০(তিনশত) পিস কমলা রং যুক্ত নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং ১(এক) কেজি ২০০(দুইশত) গ্রাম নেশা জাতীয় শুকনো গাঁজা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-
১। মোঃ মেহেদি হাসান ওরফে মহোন (২৮), পিতা- মৃত আঃ ছালাম, সাং- গুপ্তপাড়া, ওয়ার্ড নং-২৪,২। মোঃ হাসান (৩৮), পিতা- মোঃ আঃ করিম, সাং-সেনপাড়া, ওয়ার্ড নং-২১, উভয় থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর
৩য় অভিযানে দুপুর ২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন ১৮ নং ওয়ার্ডস্থ ডিসি মোড় বঙ্গবন্ধু ম্যুড়ালের ২০ গজ পূর্বে দিকে পাকা রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ২ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ শাহিনুর ইসলাম (২০), পিতা- মোঃ তোজাম সরকার, সাং- গাওচুলকার, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট-কে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানগুলোতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক ৩টি মামলা দায়ের করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর