হরিণাকুণ্ডুতে অবৈধ বালু বোঝাই লাটাহাম্বা জব্দ

হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৪৬০ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই লাটা হাম্বার জব্দ করেছেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯ টা নাগাদ তিনি উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দী গ্রামের অবৈধভাবে বালু উত্তোলনের স্থান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে বালু বোঝাই একটি ও খালি অন্য একটি লাটাহাম্বার জব্দ করেন।
এসময় উভয় লাটা নাম্বারের ড্রাইভার ও লেবার-রা পালিয়ে যায়। বর্তমানে লাটা নাম্বার দুইটি উপজেলা পরিষদ চত্তরে রাখা আছে।
এ ব্যপারে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এর কাছে যানতে চাইলে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধকল্পে প্রশাসন নিয়জিত রয়েছে, কিছুদিন পূর্বে অভিজান পরিচালনা করে বুলু উত্তোলন ও বিক্রয় বন্ধকরা হয়েছিলো, আইন অমান্য করায় পূনরায় অভিজান পরিচালনা করে লাটাহাম্বার দুইটি জব্দ করা হয়েছে।ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায়, জরিমানা করা না গেলেও, আইনি প্রকৃয়া চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর