হরিণাকুণ্ডুতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৫ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন বিষয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সংসদ সদস্য প্রতিনিধি রওজন আলী, পৌর মেয়র ফারুক হোসেন,সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা সেলিম আহামেদ, হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আব্দুল রহিম মোল্লা, ভাইস চেয়ারম্যান, শহিদুল ইসলাম (শিলু), মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,কৃষি অফিসার হাফিজ আল আসাদ, সমাজসেবা অফিসার শিউলি রানী,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা. জামিনুর রশিদ সহ বিভিন্ন দপ্তর প্রধান, ফলসী ইউপি চেয়ারম্যার ফজলুর রহমান, মোহাম্মদ আলী, শরাফত দৌলা ঝন্টু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজু প্রমুখ।অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, সমাজ থেকে চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহের বিরুদ্ধে একাত্বকতা ঘোষণা করেন এবং উপস্থিত সকলে এমন অপরাধ কে না বলি এই মর্মে অঙ্গীকার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর