হরিণাকুণ্ডুতে ঔষধ বিক্রেতাদের ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝিনাইদহ হরিনাকুন্ডু থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

 ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে তিন ঔষধ বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে বিশ(২০,০০০/-) হাজার টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।

 

মঙ্গলবার বিকালে তিনি ভায়না ইউনিয়নের ভায়না কুঠির বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে ভায়না গ্রামের ইদ্রীস মোল্লার ছেলে ঔষধ বিক্রেতা সেলিম রেজা(৩৫) কে আট(৮,০০০/-) হাজার, মুনসুর আলীর ছেলে রমজান আলী(৪৫)কে দুই(২,০০০/-) হাজার এবং রহিমপূর গ্রামের আব্দার আলীর ছেলে মাজেদুল ইসলামকে(৪২) কে দশ(১০,০০০/-) হাজার সর্বমোট বিশ(২০,০০০/-) হাজার টাকা জরিমানা করেন।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে তিন ঔষধ বিক্রেতাকে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয়,ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয় সহ গ্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকার দায়ে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ও ২৭ ধারায় এই জরিমানা করা হয়। এসময় নির্বাহী আফিসারের সাথে ছিলেন তার অফিস সহকারী আসাদুল ইসলাম ও প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া। এই ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে থানা পুলিশ কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর