হরিণাকুণ্ডুতে ঝুকিপূর্ণ বর্জ্য উৎপাদন করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করলেন সহকারী কমিশনার(ভূমি) নিরুপমা রায়।

ঝিনাইদহ হরিণাকুন্ডু থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৩৭ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন পরিবেশের ক্ষতি করে এমন ঝুকিপূর্ণ বর্জ্য উৎপাদন সহ প্রক্রিয়াকরণের অপরাধে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের চারাতলা বাজারে ব্যাটারি গলায়ে সীসা তৈরীর কারখানার মালিক ডালিম আহম্মেদ(৪৮) কে পঞ্চাশ হাজার(৫০,০০০/-) টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়।
বুধবার দুপুরে কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ এর ৬(গ) ধারা ভঙ্গে ১৫(১) ধারায় এই জরিমানা করেন তিনি। এছাড়াও একই সময়ে তিনি কারখানাটি সিলগালা করেদেন।
পরিবেশ অধিদপ্তরের অনুমতি পত্র না পাওয়া পর্যন্ত কারখানাটির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলেও তিনি জানান।
এসময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফ আলী, সহকারী কমিশনার (ভূমি) এর সার্টিফিকেট সহকারী মোঃ রাসেল আহম্মেদ, কাপাশহাটিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে হরিণাকুণ্ডু থানার পুলিশ অফিসার সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর