হরিণাকুণ্ডু পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

হরিণাকুণ্ডু থেকে মোঃ রাব্বুল ইসলাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৭৭৪ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার উদ্যোগে মাসব্যাপী মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৯ আগস্ট সোমবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেণ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, পৌরসভার মেয়র ফারুক হোসেন, প্যানেল মেয়র সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন পৌরসভা চত্তর, উপজেলা পরিষদ চত্তর, হাসপাতাল ও থানা এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় এই মশক নিধন কার্যক্রম চালানো হয়।
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন বলেন,মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকার যখন সারা দেশে লকডাউন ঘোষণা করেছে ঠিক সেই মুহূর্তে ডেঙ্গি মহামারি রূপ ধারণ করেছে। আমরা হরিণাকুণ্ডু পৌরবাসীকে সেই মহামারি ডেঙ্গি থেকে রক্ষা করার জন্য পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড এবং বাসায় বাসায় গিয়ে মশক নিধনের ওষুধ স্প্রে করবো।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর