হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ছাই তিন কৃষকের পানক্ষেত ১০লক্ষ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫৩ বার পঠিত

হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ছাই তিন কৃষকের পানক্ষেত ১০লক্ষ টাকার ক্ষতি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা ভায়না গ্রামে আগুনে পুড়ে ছাই তিন কৃষকের পানক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে ১০ লক্ষ টাকার। বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকায় উপজেলার ভায়না ইউনিয়নের ভায়না মাঠে এ ঘটনাটি ঘটে।
প্রাথমিক ভাবে জানা গেছে ভায়না গ্রামের রজব আলী পিতা মৃত আমির আলী বিশ্বাষের ১০ কাঠা জমির পানক্ষেত,লুৎফর রহমান জোয়াদ্দারের ১০ কাঠা জমির পারক্ষেত, ও হাবিল উদ্দীনের ৫ কাঠা জমির পানক্ষেত আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ভায়না গ্রামের কৃষক মতিয়ার রহমান,শাহিন মন্ডলসহ অনেকে। তারা বলেন,আমরা মাঠে কাজ করতে ছিলাম হঠাৎ চিৎকার শনে ঘটনাস্থলে এস স্যালো ম্যাশিয়ের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি ততক্ষনে তিন কৃষকের ১০লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েগিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর