হরিনাকুণ্ডুতে এক যুবকের লাশ উদ্ধার

 হরিনাকুন্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩০৮ বার পঠিত

 ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের পুকুর পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

মৃত জসিম উদ্দিন ঐ গ্রামের নবীছদ্দীনের ছেলে। এলাকাবাসী জানায়,সকালে জসিমের মরদেহ তার নিজ বাড়ীর পিছনে মেহগুনি বাগানের পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

এ ঘটনায় হরিনাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন,নিহত জসিম উদ্দিনের গলায় দড়ি পেচানোর দাগ পাওয়া গেছে।তদন্ত পূর্বক হত্যার মটিভ উদ্ধার করে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর