হরিনাকুন্ডুতে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৫১৪ বার পঠিত

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’- এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে ঝিনাইদহে হরিনাকুন্ডু উপজেলায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য অর্পণ ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে কেক কাটা সহ সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুনের সঞ্চালনায় উপজেল নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাহাঙ্গীর হুসাইন, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ রওশন আলী,পৌর মেয়র মোঃ ফারুক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মোঃ সেলিম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুজ্জান তাজুসহ বিভিন্ন সরকারি বে-সরকারী দপ্তর প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীগণ সহ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর