হরিণাকুণ্ডুতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হরিণাকুণ্ডু থেকে মো : রাব্বুল ইসলাম
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন। উপজেলার ফলসী বন্ধন সেবা সংঘ ওয়ার্ড ভিত্তিক ১৫ দলের এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরুল ইসলাম, হরিণাকুণ্ডু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও বন্ধন সেবা সংঘের উপদেস্টা রাশেদুল ইসলাম রাশেদ, ছাত্রলীগ নেতা আহসান হাবিব মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।