পারিবারিক সূত্র জানায়,রবিবার সকালের দিকে আরিফ কলারােয়া থানা চত্বরের একটি পুকুরে গােসল করছিলেন। গােসলের এক পর্যায়ে তিনি সাঁতার কাটছিলেন। সাঁতার কাটার সময় সে পানির ভিতর স্ট্রােক করেন । এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে কলারােয়া হাসপাতালে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন।
কলারােয়া থানার ওসি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে তার অকাল মৃত্যুতে স্বজন ও বন্ধু মহলে নেমেছে শোকের ছায়া।