উলিপুর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছরপর ফরিদপুর থেকে গ্রেফতার

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার পঠিত

 

 

 

বিগত ২২ বছর পলাতক থাকার পর আনোয়ারুল ইসলাম (৪৫) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার। বুধবার আনুমানিক রাত ১ঃ৩০ টায় পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আনোয়ারুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের পূর্ব শিববাড়ী এলাকার শামছুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মতুর্জা।

ওসি জানান, ২০০১ সালে আনোয়ারুল ইসলামসহ তিনজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক নাসার্রিতে কাজ করতেন। ওই সালের সেপ্টেম্বর মাসে সেখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আনোয়ারুল সে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। পরে আদালত আনোয়ারুলের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। ২২ বছর ধরে সাজার ভয়ে দেশের বিভিন্ন জেলায় ছদ্মবেশে অবস্থান এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করতেন। আটকের পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর