কুড়িগ্রামে নদীতে ধরা পড়লো বিরল প্রজাতির ইলফিশ

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার পঠিত

 

কুড়িগ্রামে বিরল প্রজাতির একটি সামুদ্রিক ইলফিশ ধরা পড়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে খড়াই নদীর চৌধুরী পাড়া এলাকায় মাছটি ধরা পড়ে।

চার কেজি ওজনের মাছটি দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ ফুট। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে শিকারি মো. ফারুক হোসেনের বাড়িতে।

স্থানীয় রবিউল ইসলাম বলেন, খিরাই নদীতে যৌথভাবে খড়া জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। সকালে তাদের জালে ইলফিশ নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটি বাড়িতে নিয়ে এলে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভিড় জমান।

মাছ শিকারি মো. ফারুক হোসেন বলেন, এ রকম মাছ জীবনে দেখেনি। মাছটি সকালে খড়া জালে আটকা পড়েছে। পরে খোঁজখবর নিয়ে জানলাম মাছটি খাওয়া যাবে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. মোক্তাজির খান বলেন, এ মাছটি উপকূলীয় এলাকায় দেখা যায়। কোনো কারণে হয়তো এখানে চলে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর