চট্টগ্রাম-৯ আসনে ছাত্র–যুব-শ্রমিক প্রতিনিধিদের সমাবেশে,ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে সৎ ও যোগ্য প্রার্থীর জয় প্রয়োজন-ডা.ফজলুল হক*

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক বলেছেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সৎ, আমানতদার ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।”
তিনি উপস্থিত নেতাকর্মীদের ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

বুধবার সকাল ৭টায় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম–৯ আসনের ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম–৯ আসন কমিটির পরিচালক ফয়সাল মোহাম্মদ ইউনুস।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস. এম. লুৎফর রহমান, আসন কমিটির সহকারী পরিচালক ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা সভাপতি হামীদুল ইসলাম, ছাত্রশিবির চট্টগ্রাম কলেজ সভাপতি মতিউর রহমান, মহসিন কলেজ সভাপতি খুররম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকলিয়া থানা সভাপতি আজিজুল হক, চকবাজার থানা সভাপতি আনোয়ার হোসাইন এবং যুব বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ ইলিয়াস।

নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সৎ, ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল নেতৃত্বই পারে ইতিবাচক পরিবর্তন আনতে। আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর