এসএসসি ‘৯১ চট্টগ্রাম বিভাগের স্মারক সম্মাননায় ভূষিত এস.এম. আহসানুল কবির চৌধুরী(টিটু)

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

 

এসএসসি ব্যাচ ‘৯১ চট্টগ্রাম বিভাগের প্রচার-প্রসার, সাংগঠনিক সংহতি এবং সার্বিক কার্যক্রমে অনবদ্য ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ স্মারক সম্মাননায় ভূষিত হয়েছেন গণমাধ্যমকর্মী এবং চন্দনাইশের কৃতি সন্তান এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)।

​ চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত লুসাই পার্কে এসএসসি ‘৯১ চট্টগ্রাম বিভাগের বন্ধু-বান্ধবীদের নিয়ে আয়োজিত ‘আনন্দ আয়োজন’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​​এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) বর্তমানে বিভিন্ন জাতীয় ও সাংগঠনিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করছেন। তিনি দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। একইসাথে, তিনি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি-এর মতো গুরুত্বপূর্ণ পদেও আসীন।

​এসএসসি ‘৯১ ব্যাচের সংগঠনে তাঁর ভূমিকা বহুমাত্রিক এবং অত্যন্ত কার্যকর। তিনি সা.উ.বি ৯১ ব্যাচ ও এসএসসি প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও, তিনি প্রায় ৮৮০০ চলমান সদস্যের এই বৃহৎ সংগঠন, এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সাধারণ পরিষদের সহ-সভাপতি ও এডমিন প্যানেল সদস্য হিসেবে সংগঠনের প্রচার-প্রসার,সফল আয়োজন পরিচালনা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সংহতি অটুট রাখতে নিরলসভাবে কাজ করে আসছেন, যা সংগঠনের সকল মহলে প্রশংসিত হয়েছে।

​​স্মারক সম্মাননা গ্রহণ করে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই অর্জন আমার ব্যক্তিগত নয়; এটি এসএসসি ’৯১ ব্যাচের সারাদেশের সকল বন্ধু-বান্ধবীর সম্মিলিত ভালোবাসার ফল। সংগঠনের জুড়ি বোর্ডের প্রতি আমি গভীর কৃতজ্ঞ।” তিনি ভবিষ্যতে এই সংগঠনের আরও উন্নতি ও সফলতার জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন।

​ব্যক্তিগত পরিচিতিঃ​এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া যতরকূলের মরহুম মাষ্টার ছৈয়দ আহমদ চৌধুরী বাড়ির সন্তান। তাঁর পিতা মরহুম এস.এম. মহসিন চৌধুরী, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং মাতা ফরিদা মহসিন চৌধুরী। তিন ভাইবোনের মধ্যে তিনি মেঝ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর