হরিপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৭০ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সোমবার (৩১) রাব্বিলা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রাব্বিলা আক্তার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের আমগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের মেয়ে।

এবং আমগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রমতে গত ৩০ মে রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে পরিবারের সকলের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরের শরের সাথে গলায় ফাঁস দেয় রাব্বিলা।

 

সকালে পরিবারেরর লোক দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে রাব্বিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট ইউপি পাভেল তালুদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হরিপুর থানার ওসি আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

 

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তারা লাশ দাফনের অনুমতি চেয়ে জেলা এডিএম বরাবরে লিখিত আবেদন করেন। এডিএম’র অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এনিয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর