গাংনীতে বিনামূল্যের জমির দলিল সহ ঘরের চাবি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৬২৫ বার পঠিত




সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে বিনামূল্যে জমির দলিল সহ ঘরের চাবি বিতরণ করা হয়েছে। আজ রবিবার(২০জুন) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও ঘরের চাবি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাংনী উপজেলায় ২৪ জন উপকারভোগীদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ৭৪ মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পৌরসভার মেয়র আহমদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।


এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী,গাংনী প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রমজান আলী উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরন্তন চক্রবর্তী জানান,গাংনী উপজেলায় ৬২টি ঘর বরাদ্দ থাকলেও ২৩টি জমির মালিকানা নিয়ে আদালতে মামলা রয়েছে। এছাড়া ১৫টি ঘরের কাজ চলমান রয়েছে কিছুদিনের মধ্যে কাজ শেষ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর