হরিণাকুণ্ডুতে কঠোর লকডাউন বাস ছাড়া চলছে সব যান

মো: রাব্বুল ইসলাম হরিণাকুণ্ডু প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৪২ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)
প্রতিরোধে সরকারের কোনো নির্দেশনাই মানছে না কেউ। (২২ জুন)সন্ধ্যা ৬টা থেকে ৩০ শে জুন মধ্যে রাত পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন শুরু হয়েছে।
কিন্তু প্রথম দিনে কোন প্রকার প্রভাব পড়েনি হরিণাকুণ্ডু উপজেলাতে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক ছিলো যানবাহনের দখলে।
প্রসাশনের তৎপরতা চোখে পড়িনি।
ঢিলেঢালাভাবে বাস ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে।
বিশেষ করে পাখিভ্যান, সিএনজি,লেগুনা পন্যবাহী ট্রাক চলাচল করছে আর এসবের অধিকাংশ পরিবহনে ছিলো উপছে পড়া ভীর।
হরিণাকুণ্ডু বেশ কিছু জায়গা ঘুরে দেখা যায়
বেশ কিছু পন্য সামগ্রিই দোকান খোলা হয়েছে স্বাভাবিক অবস্থায় চলছে কেনাকাটার ভীড়, এমনকি দোকানের সামনে দাঁড়িয়ে আছে
ত্রুেতারা ত্রুেতা আসলেই পন্য খুলে পন্য বিক্রি করছেন।এমনকি অনেকের মুখে দেখা যায়নি মাস্ক মানছে না সামাজিক দুরত্।
দুপুর থেকে বৃষ্টি থাকায় সাধারণ মানুষের চলাচল কম থাকলেও সন্ধা কালিন তা আগের মতই স্বাভাবিক অবস্থায় চলছে।
তবে করোনা সর্তকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা সামাজিক দুরত্ব বজায় রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর