কুষ্টিয়ায় হেরোইনসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৮৩ বার পঠিত

 

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইনসহ তানজিলা খাতুন (৩০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। শুক্রবার বেলা দেড়টার সময় কুষ্টিয়া পৌরসভার কালীশংকরপুর সোনার বাংলা মোড়ের মিন্টু স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তানজিলা খাতুন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মৃত ফরিদ আলীর স্ত্রী। সে বর্তমানে শহরতলির মোল্লাতেঘরিয়ার জনৈক মোঃ আসাদের বাড়িতে ভাড়া থাকতো।

র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল এদিন কালীশংকরপুর এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মহিলা মাদক ব্যবসায়ী তানজিলা খাতুনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য বায়ান্ন হাজার টাকা। পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর