শীতের আগমনে ছোট্ট শিশুর পাশে-UNO দিলারা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫৫ বার পঠিত

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের ফেসবুক আই ডি থেকে- তিনি লিখেছেন,

মাঝের গ্রামের ছোট্ট ছেলে তাজমিনের বাবা- মা দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী। বৃদ্ধ, অসহায় নানী দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে তার একমাত্র নাতির শীত নিবারণের বস্ত্র সংগ্রহের আশায়। ছোট্ট তাজের নতুন শীতের পোশাক দেওয়া হলো। শীতের কষ্ট লাঘবের জন্য দেওয়া হলো লেপ।

আজ থেকে আর খড় দিয়ে লেপ বানিয়ে শীতকে হার মানাতে হবে না। আল্লাহ সকল শিশুকে শীতের নির্মমতা থেকে রক্ষা করুন। তাজ তুমি ভালো থেকো সবসময়।

কিছু মানুষ মানুষের মনে জায়গা করে নেয় তা যুগ যুগ ধরে মানুষ স্বরণ করে। গাংনীর মানুষ আপনাকে ভুলবে না। ভালো কাজের অসংখ্য অবদানে আপনি চির স্বরণীয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর