মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেনের বিরুদ্ধে বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বানিয়াপুকুর গ্রামের মৃত করিম বক্সের ছেলে দরিদ্র, অসহায় দিনমজুর মুছাব আলীকে বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে ৩ হাজার টাকা উৎকোচ দাবি করে। অসুস্থ রোগাক্রান্ত মুছাব আলী অনেক কষ্টে মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে ১ হাজার ৪ শ’ টাকা যোগাড় করে মেম্বারকে দেয়।
ষোলটাকা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর আলী হোসেন বাদবাকী ১ হাজার ৬ শ’ টাকা না দিলে কার্ড হবে না বলে হয়রানি করে। মুছাব আলী আরও জানান, ইউপি সদস্য আলী হোসেন অসৎ উদ্দেশ্যে আমার বৃদ্ধা মায়ের কার্ড বাতিল করে অর্থের বিনিময়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে। এদিকে কার্ড না পেয়ে মুছাব আলী বিগত ৩ বছর যাবৎ ঘুরেও প্রদত্ত ১৪ শ’ টাকা ফেরত পায়নি।
এ নিয়ে মুছাব আলী আজ রবিবার ইউএনও বরাবর লিখিত আবেদন করেছে মুছাব আলী। এ সময় ইউপি সদস্যরা জানান, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তদন্ত করতে সকল সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছিলো। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি।তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। গ্রাম পুলিশকে নির্যাতন সহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেহেরপুর সড়কে আবারও মৃত্যু । ২ জন মৃত্যুবরন করার একদিন পার না হতে আবারও ঘটলো মৃত্যুর ঘটনা।
রবিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মাইক্রোর ধাক্কায় আব্দুল লতিফ ৭০ নামের এ বৃদ্ধ নিহত হন।
নিহত আব্দুল লতিফ মেহেরপুর শহরের সাহাজি পাড়ার আহমদ আলীর ছেলে।
জানা গেছে আব্দুল লতিফ ঘটনার সময় চাঁদবিল থেকে সাইকেল যোগে মেহেরপুর ফেরার পথে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রো বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে আব্দুল লতিফের মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঢাকা, ১৫ ডিসেম্বর- পর্যাপ্ত উড়োজাহাজ না থাকায় গত কয়েক মাসের ব্যবধানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কয়েকটি রুটের ফ্লাইট কমাতে বাধ্য হয়েছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। বন্ধও রয়েছে কয়েকটি রুট। অন্যদিকে বন্ধ হওয়ার আশঙ্কায় রিজেন্টের যাত্রী পরিবহন না করতে গত মাসে সব স্টেশনে সতর্কবার্তা পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের বিপণন ও বিক্রয় বিভাগ থেকে পাঠানো ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট ইন্টারাপশান মেনিফেস্ট (এফআইএম) গ্রহণ না করতে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা মানার ব্যপারেও বলা হয়েছে। এমনকি অতীতে এফআইএম চুক্তির আওতায় কোনো যাত্রী পরিবহন করে থাকলে সে বাবদ বকেয়া রয়েছে কিনা জানাতে স্টেশনগুলোর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বিমানের বিপণন বিভাগ।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কান্ট্রি ম্যানেজার নাম না প্রকাশ করার শর্তে এ প্রতিবেদককে বলেন, এফআইএম হচ্ছে দুটি এয়ারলাইনসের মধ্যে সংঘটিত যাত্রী পরিবহন করার একটি চুক্তি। এ চুক্তির আওতায় কোনো এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হলে তার যাত্রীদের অন্য এয়ারলাইন্সটি পরিবহন করবে।
তিনি বলেন, রিজেন্ট এয়ারওয়েজের কোনো যাত্রী এখন আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিমানের প্রতিটি স্টেশনের মতো আমরাও ওই নির্দেশনা মতে রিজেন্ট এয়ারওয়েজের সাথে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছি।
তবে বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেয়া এ সিদ্ধান্তকে অন্যায্য ও আইনানুগ নয় বলে মনে করছে রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ এ প্রসঙ্গে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নির্দেশনা যৌক্তিক নয়। মেইনটেনেন্সের কারণে কয়েকটি এয়ারক্রাফট অপারেশনের নেই। সঙ্গত কারণে ফ্রিকুয়েন্সি কমানো হয়েছে। এখন কেউ যদি মনে করেন রিজেন্ট এয়ারওয়েজ শাটডাউন (বন্ধ) করতেছে, এটি একান্তই তাদের নিজস্ব ভাবনার বিষয়।’
তিনি আরও বলেন, ‘বিমানের সঙ্গে এফআইএম চুক্তি হয়েছে আয়াটার (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) মাধ্যমে। এফআইএম বিল এয়ারলাইন্সগুলো একে অপরের থেকে সরাসরি নেয় না। আয়াটার ক্লিয়ারিং হাউজের মাধ্যমেই বিল পেমেন্ট হয়। আয়াটা থেকে রিজেন্টের বিষয়ে সতর্ক করে কোনো নির্দেশনাও দেয়া হয়নি। এ অবস্থায় বিমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত দুখঃজনক।’
জানা গেছে, রিজেন্ট এয়ারওয়েজের বহরে ৪টি বোয়িং ৭৩৭- ৮০০ উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ৩টি উড়োজাহাজের সী-চেক (বড় ধরনের রক্ষণাবেক্ষণ) করার সময় চলে আসে। ইতোমধ্যেই একটি উড়োজাহাজের সী-চেক সম্পন্ন হয়েছে। আরেকটি উড়োজাহাজ সী-চেকের জন্য পাঠানো হবে আগামী জানুয়ারির শেষের দিকে। এজন্য এয়ারলাইনটিকে বড় অংকের অর্থ ব্যয় করতে হচ্ছে। তবে কিছু দিন আগে হঠাৎ করে ২টি উড়োজাহাজের ইঞ্জিন বসে যায়। বহরে উড্ডয়ন সক্ষম উড়োজাহাজ কমে যাওয়ায় ফ্লাইট সংখ্যাও কমে আনতে বাধ্য হয় তারা।
বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ট্রাভেল এজেন্সিগুলো এখন আর রিজেন্ট এয়ারওয়েজের কোনো টিকেট বিক্রি করছে না। সীমিত করা হয়েছে দোহা, মাস্কাট, কুয়ালালামপুর ও কলকাতা রুটের ফ্লাইটও। এদিকে উড়োজাহাজ সঙ্কটে অনেক আগে থেকেই দেশের অভ্যন্তরে ঢাকা-যশোর ও ঢাকা-সৈয়দপুর রুটের ফ্লাইট কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সটি। অভ্যন্তরীণ রুটের উপযোগী নতুন উড়োজাহাজ বহরে যুক্ত না হওয়া পর্যন্ত এ রুট দুটি চালুর সম্ভবনাও নেই। অভ্যন্তরীণ রুটের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটের সপ্তাহে চালানো হচ্ছে মাত্র ৩টি ফ্লাইট। আর ঢাকা থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো চলছে মূলত মধ্যপ্রাচ্য রুটের কানেক্টিং ফ্লাইট হিসেবে।
উড়োজাহাজের পাশাপাশি অনেক আগে থেকেই রিজেন্ট এয়ারওয়েজে বড় ধরনের আর্থিক সঙ্কটে রয়েছে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটিতে কর্মরত কয়েকজন কর্মকর্তা। তারা জানান, প্রতিষ্ঠানটিতে সাতশর বেশি জনবল রয়েছে। এর মধ্যে বৈমানিক রয়েছেন প্রায় ৫০ জন। অর্থ সঙ্কটের কারণে এসব বেতন-ভাতা পরিশোধে প্রায় সমস্যায় পড়ে এয়ারলাইন্সটি।
আর্থিক সঙ্কট প্রসঙ্গে ইমরান আসিফ বলেন, ‘দুটো উড়োজাহাজের ইঞ্জিন বসে যাওয়ায় স্বাভাবিকভাবেই ফ্লাইট পরিচালনায় ব্যাহত হয়েছে। তবে আগামী দুই মাসের মধ্যেই এসব সমাধান হয়ে যাবে। ১৬ ডিসেম্বর একটি উড়োজাহাজের ইঞ্জিন মেরামতের জন্য ইন্দোনেশিয়া পাঠানো হবে, যা জানুয়ারির মাঝামাঝি চলে আসবে। আর জানুয়ারির শেষ নাগাদ আরেকটি উড়োজাহাজ সী-চেকের জন্য পাঠানো হবে। যেটি ফেব্রুয়ারির মধ্যে বহরে যুক্ত হবে। উড়োজাহাজগুলো বহরে আসলেই কমিয়ে আনা ফ্লাইটগুলো আবার শুরু করা হবে।’
সূত্র: জাগোনিউজ
মেহেরপুরের গাংনী শহরের বাস স্ট্যান্ডে একই স্থানে আওয়ামী লীগের দু’গ্রুপের বিজয় দিবসের কর্মসুচী আয়োজন নিয়ে উত্তেজনা। ব্যবসায়ীরা আতংকে রয়েছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একই স্থানে গাংনী উপজেলা ও পৌর আওয়ামীলীগ সভা আহবান করায় চরম উত্তেজনা বিরাজ করছে। রবিবার দুপুর ১২ টায় গাংনী বাজারে পতাকা ষ্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে পৌর ও উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও শ্লোগান দিলে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় গাংনীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনার সময় গাংনী বাসষ্টান্ড এলকায় বেশ কয়েকটি দোকন বন্ধ হয়ে যায়।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন,দীর্ঘ দিন যাবৎ গাংনী উপজেলা আওয়ামীলীগ বাসষ্ট্যান্ড রেজাউল চত্তরে পতাকা উত্তোলন ও বিজয় দিবসের কর্মসূচী পালন করে আসছে। এ কর্মসূচীতে বাধা দিতে হঠাৎ পৌর আওয়ামীলীগের নামে বাসষ্ট্যান্ডে পতাকা ষ্ট্যান্ড স্থাপন করলে উত্তেজনা দেখা দেয়। গাংনী উপজেলা আওয়ামীলীগ শান্তিপূর্ন কর্মসূচী পালনে বাধা দেয়া হলে আওয়ামীলীগের নেতা কর্মীরা তার জবাব দেবে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন,এমপি সাহিদুজ্জামান খোকন আওয়ামীলীগ ও ৯টি সহযোগি সংগঠনের নেতা কর্মীদের বাদ দিয়ে একক ভাবে কর্মসূচী পালনের চেষ্টা করে।
সেই চেষ্টার অংশ হিসেবে গাংনী বাজার বাসষ্ট্যান্ডে পতাকা স্থাপনকে কেন্দ্র করে উত্তেজিত পরিবেশের সৃষ্টি হয়েছে। বিজয় দিবসকে ঘিরে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে অশুভ চক্র পরিকল্পিত ভাবে শান্ত পরিবেশকে নষ্ট করতে চাইছে। এদিকে পৌর আওয়ামীলীগ নেতা কর্মীরা শ্লোগান দিতে দিতে যুবলীগ অফিসের সামনে অবস্থান নিলেও উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা বাসষ্টান্ড চত্ত্বরে বেশ কয়েকবার মিছিল করে স্থান ত্যাগ করে।
গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান বলেন,একই সময়ে গাংনী উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ মহান বিজয় দিবসের কর্মসূচী আহ্বান করেন। কর্মসূচী বাস্তবায়নে গাংনী বাজার বাসষ্টানে উভয় পক্ষ পতাকা ষ্ট্যান্ড স্থাপন করলে উত্তেজনার সৃষ্ট হয়। বর্তমানের উভয় পক্ষকে বাসষ্ট্যান্ড থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত । অপ্রিতিকর ঘটনা এড়াতে গাংনী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন অনুিষ্ঠত হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গাংনী বাজার বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, মেহেরপুর জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা মজিরুল ইসলাম প্রমুখ। মাননীয় এমপি খোকন দিবসটির তাৎপর্য তুলে ধরে এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন।
মোমবাতি প্রজ্বলন করার সময় তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করতে পাকহানাদার বাহিনী তাদের দোসর এদেশের রাজাকার আলবদর আলসামস’র সহযোগিতায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এছাড়াও তিনি আগামী মহান বিজয় দিবস সফল করতে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী বাজিত নগর থেকে আধা মণ গাঁজা ও গাঁজা বহনকারী একটি প্রাইভেট কারসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাঘাটা উপজেলার জুমারবাড়ী-সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতরা হলেন, সাঘাটা থানার মামুদপুর গ্রামের নজির হোসেন বেপারির ছেলে মঞ্জুরুল ইসলাম (৫০) , বগুড়া জেলার ধুনট থানার শিয়ালী গ্রামের জহুরুল ইসলামের ছেলে কপিল উদ্দিন (২৮) ও একই জেলার শাহজাদপুর উপজেলার বেতগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিজু মিয়া (২৯)।
সাঘাটা থানার এসআই শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, বগুড়া জেলার সোনাতলা হয়ে সাঘাটার জুমারবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক সেল করে একটি চক্র । দীর্ঘদিন থেকে তারা পুলিশের চোখ ফাকি দিয়ে এই কাজ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার জুমারবাড়ী-সোনাতলা পাকা সড়কের বাজিত নগর এলাকা অভিযান চালিয়ে গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো :ক ০৩- ৭২৩২) সহ তাদের আটক করা হয় । এসময় তাদের সাথে থাকা সুজন ওরফে বেজী পালিয়ে যায় । আটককৃতরা দীর্ঘদিন থেকে সিএনজি অটোরিক্সা ও প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন ভাড়া নিয়ে মাদকের ব্যবসা করে আসছে ।
স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান উল্টে আশেনা খাতুন (৩৮) নিহত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর একটার দিকে মেহেরপুরের গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী জালাল উদ্দীন আহত হয়েছেন।
নিহত আশেনা খাতুন গাংনী উপজেলার জালশুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন আশেনা খাতুন। গ্রামের আলমগীর হোসেনের স্যালোইঞ্জিন চালিত যানে তাকে নিয়ে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কের পল্লী বিদ্যুৎত অফিসের সামনে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আশেনা খাতুন আঘাতপ্রাপ্ত হন। স্বজনরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই যানের যাত্রী নিহতের স্বামী জালাল উদ্দীনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,আমন্ত্রিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন,সাবেক এমপি মো: মকবুল হোসেন,গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান,সাবেক মেয়র আহমেদ আলী,জাতীয়পার্টির কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুর জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম(সেলিম) ।
এসময় ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মহিবুর রহমান মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালাম,বর্তমান যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,জাতীয় পাটি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম,সাবেক ছাত্রলীগ সভাপতি ইসমাইল হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু,পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান,পৌর সেচ্ছাসেবকলীগ আহবায়ক জীবন আহমেদ,যুবলীগ নেতা মকলেচুর রহমান,ছাত্রলীগ নেতা রবিন আহমেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠান শেষ হয়।
গাংনী পৌর শহরের কাথুলী মোড়ে বিশ্বাস স্যানিটারী এন্ড হার্ডওয়ারের দোকানের ঢেউটিন কেটে নগদ ২লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।
পৌর শহরের চৌওগাছা গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুর ছাত্তারের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী জহিদুল ইসলামের দোকানে চুরি করেছে চোরের দল।শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।দোকান মালিক জাহিদুল ইসলাম জানান,গতকাল আমার দোকানে হালখাতা ছিলো হালখাতা শেষে প্রতিদিনের মত আমি বাড়ী চলে গেছি।সকালে দোকানে ঢুকে দেখি দোকানের ঢেউটিন কেটে ক্যাশ বাক্স থেকে নগদ ২লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। এঘটনায় আমি গাংনী থানায় একটি অভিযোগ দিয়েছি।এব্যাপারে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মনোয়ার হোসেন লিটন জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় “সত্য মিথ্যা যাচাই আগে-ইন্টারনেট শেয়ার পরে” এই স্লোগান কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয় পৌর শহর প্রদক্ষিণ করে অনির্বান স্কুলে গিয়ে সেমিনারে ও আলোচনা সভায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা সুজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, বাংলাদেশ স্কাউট জলঢাকা উপজেলা কমিটির সাধারন সম্পাদক মর্তুজা ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার রবিউল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা মাসুদা আকতার, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগাম অফিসার কবিতা আকতার সহ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি শিক্ষক আবদুল্লাহ।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
প্রধান উপদেষ্টাঃ রিন্টু চৌধুরী
সম্পাদক- মোঃ আজিজুল ইসলাম আজিজ 01719-076924,
নির্বাহি সম্পাদক -মোঃ রফিকুল ইসলাম 01717-656705fÐd¡e L¡k¡Ñmu
¢jlf¤l-13,Y¡L¡
ফোনঃ 01827-656705 ইমেইলঃ anusondan2@gmail.com