তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলা চলচ্চিত্র দিয়ে বিশ্ববাজার দখল করতে কাজ করে যাচ্ছে সরকার। বুধবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে মতবিনিময় সভার শুরুতে এ কথা বলেন মন্ত্রী।

মতবিনিময় সভায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘গতবছরের চেয়ে এ বছর চলচ্চিত্রে গতিশীলতা এসেছে। সরকারের পক্ষ থেকে চলচ্চিত্র শিল্পকে সুরক্ষা দিতে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) দৈন্যদশা কাটাতে আধুনিক ভবন নির্মাণের জন্য ৩২২ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। আগামী ৩-৪ বছরের মধ্যে আশা করছি নতুন ভবন নির্মাণ করা হবে।’

বাংলাদেশের সিনেমা বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সিনেমা হল নির্মাণ ও আধুনিকায়ন করতে কম সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। দেশে নতুন নতুন সিনেপ্লেক্স হচ্ছে। আরও এক-দুই বছরের মধ্যে আরও সিনেপ্লেক্স হবে। ‘সরকারিভাবে জেলাগুলোতে তথ্য কেন্দ্র নির্মাণ করব। সেগুলো যাতে হল হিসাবে ব্যবহার করা যায়, সেজন্য এগুলো লিজ দেয়া হবে।’

‘এগুলো বাস্তবায়ন করতে পারলে সিনেমার স্বর্ণযুগ ফিরে আসবে,’ বলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাত ধরে এফডিসি প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গাজীপুরের কালিয়াকৈরে ১০০ একর জমির ওপর বিশ্বমানের বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মিত হচ্ছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে সরকারি অনুদানের যাতে আরও বেশি ছবি নির্মিত হয় সেজন্য অনুদানের টাকা বৃদ্ধিসহ বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সভাপতি মিশা সওদাগর বলেন, ‘বাংলা সিনেমার উন্নয়নে আমরা সবাই একযোগে কাজ করতে চাই।’

বাংলা চলচ্চিত্র দিয়ে বিশ্ববাজার দখলে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

উলিপুরে লবনের দাম বৃদ্ধির গুজব ছড়ায় প্রশাসনের নজরদারি ও মাইকিং শাহীন মন্ডল, উলিপুর,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে হঠাৎ করেই লবনের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় ক্রেতারা লবন কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দোকান গুলোতে।
এ খবরে উপজেলায় সর্বত্রই লবন কেনার হিড়িক পড়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়লে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারে লবন কেনার জন্য দোকানে ভীড় করতে থাকে ক্রেতারা। এক ধরনের মুনাফালোভী ব্যবসায়ী দোকান থেকে লবন সরিয়ে ফেলে কৃত্রিম সংকট তৈরি করেন।এ পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও বণিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে গুজবে কান না দেয়ার জন্য প্রচারনা চালানো হয়।
উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে খবর নিয়ে জানা গেছে, প্রতি কেজি আয়োডিনযুক্ত প্যাকেট লবন ৭০ থেকে ৮০ টাকা ও খোলা লবন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। এদিকে হঠাৎ লবনের বাজার উর্দ্ধমূখী হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে উলিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মন্ডল বলেন, লবনের দাম বৃদ্ধির ধোয়াতুলে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী ফায়দা লুটছে। গুজবে কান না দেয়ার জন্য আমরা সকলকে অনুরোধ করছি।উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, এ মুহুর্তে লবনের কোন সংকট নেই।
তাই দাম বৃদ্ধির কোন সম্ভবনা নেই।প্রশাসনের পক্ষ থেকে আমরা দাম নিয়ন্ত্রনে রাখার জন্য বাজার মনিটরিং করছি।একই সঙ্গে গুজবে কান না দেয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

Chat Conversation End

উলিপুরে লবনের দাম বৃদ্ধির গুজব ছড়ায় প্রশাসনের নজরদারি ও মাইকিং

রংপুর নগরীর সাতমাথা রেলগেট সংলগ্ন সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে আজ ২০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কাচারীবাজার চত্বরে সাঁওতাল পল্লীর বাসিন্দা আদিবাসী নেতা স্বপন রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজনীতিক ও শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ,সাঁওতাল পল্লীর বাসিন্দা জ্ঞানরাম রায়,স্বপন,জ্যোতিশ,পূর্ণিমা, শ্যামল, সাংবাদিক সাইফুল্ল্যা খাঁন প্রমুখ।

বক্তারা বলেন,রংপুর নগরের সাতমাথা রেলগেট সংলগ্ন সরকারী ৪৪ শতক খাসজমি জেলা প্রশাসকের নিকট লীজ গ্রহণ করে স্বাধীনতা পরবর্তী সময় হতে সাঁওতাল আদিবাসীরা বসবাস করে আসছে। সাঁওতাল আদিবাসীদের লীজকৃত সম্পত্তি হতে ১৩ শতক জমি জেলা প্রশাসন মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সম্পূর্ণ যোগসাজসীভাবে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু আবুল কালাম মিয়া এবং তার দুই পুত্র মাসুম ও সোহাগের নামে লীজ গ্রহণ করে। কিন্তু ভুমিদস্যু আবুল কালাম মিয়া তার লীজকৃত জমির চাইতেও অনেকবেশী পরিমাণ জমি জোরপূর্বক দখল করে ভবন ও নার্সারি তৈরী করেছে। এমনি এখান থেকে ৫ শতক সরকারী সম্পত্তি সম্পুর্ণ বেআইনী বিক্রয় করেছে। সরকারী খাস কিংবা অর্পিত সম্পত্তির অধিকার প্রকৃত ভুমিহীণদের।

সমাবেশে বক্তব্য রাখছেন রাজনীতিক ও শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ

সেখানে একজন অর্থবান ও প্রভাবশালী ব্যাক্তি অসহায় সাঁওতাল আদিবাসীদের বঞ্চিত করে জেলা প্রশাসনের কাছে লীজ পায় কিভাবে? সাঁওতাল আদিবাসীরা তাদের জমি উদ্ধারের জন্য যতবারই চেষ্টা করেছে অবৈধ দখলকার কালাম মিয়া ততবারই তার গুন্ডাবাহিনী দিয়ে বাঁধা দিয়েছে। সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার হুমকি-ধামকি দিয়ে সে অন্যায়ভাবে ওই সম্পত্তি ভোগদখল করে আসছে। নিরীহ ও অসহায় আদিবাসীদের উপর উক্ত ভূমিদস্যু দীর্ঘদিন থেকে জুলুম-নির্যাতন করে আসছে। পুলিশ প্রশাসন,মেয়র,স্থানীয় কাউন্সিলর কারো কাছে গিয়ে কোন প্রতিকার পায়নি তারা। যে কোন সময় এই জমিকে কেন্দ্র করে সেখানে রক্তপাত-হানাহানির ঘটনা ঘটতে পারে। এই জমিটুকুই সাঁওতাল আদিবাসীদের সম্বল। এখান থেকে ওই ভূমিদস্যুর অত্যাচারে উচ্ছেদ হলে তাদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না।

বক্তারা, অবিলম্বে আবুল কালাম মিয়া ও তার পুত্রদের নামে ১৩ শতক জমির লীজাদেশ বাতিল ও সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

রংপুরে সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

চালের পর্যাপ্ত মজুত আছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কেউ অহেতুক চালের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ আমাদের চালের কোন ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। চাল আমদানির দরকার নেই, আমরা চাল রফতানির জন্য প্রস্তুত আছি। তাই দাম বৃদ্ধির কোন কারণ নেই।

তিনি বলেন, চালের দাম বাড়ালে কোন ক্রমেই সহ্য করব না, প্রশ্রয় দেব না। এ বিষয়ে স্বরাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে চিঠি দেয়া হয়েছে। কেউ অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বর্তমানে ১১ লাখ ১২ হাজার মেট্রিক টন সরকারি গুদামে চাল মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, চালের দাম মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম খুলেছি। এছাড়া ভোক্তা অধিকার আইনের মধ্য দিয়ে যা করা দরকার তা করা হবে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে উদ্দেশ্য তিনি বলেন, আপনারা মাঠে নামেন।

চালের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

অবৈধভাবে ভারত সীমান্ত পারাপারের সময় যশোরের বেনাপোল ও দৌলতপুর সীমান্ত থেকে এক পাচারকারীসহ ৫৪ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আজ বুধবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বিপুলসংখ্যক লোক অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোলের শিকড়ি বটতলা নামক মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী পুরুষ ও শিশুকে আটক করে।

অপর এক অভিযানে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দালালসহ পাঁচজনকে আটক করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক পাচারকারী আলমগীর হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে।

অপর এক অভিযানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, ভারত থেকে অবৈধপথে বিপুলসংখ্যক নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী পুরুষ ও শিশুকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি বেনাপোল কম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান।

বেনাপোলে পাচারকারীসহ আটক ৫৪

 

 

কক্সবাজারে অবস্থিত – চট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি.। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর।

এ জেলার আয়তন ২৪৯১.৮৬ বর্গ কি.মি.। কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন নগরী। বহু দশক ধরেই এটা বাংলাদেশের মানুষদের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র। প্রচুর পরিমাণে হোটেল, মোটেল ও গেস্ট-হাউজ তৈরি হয়েছে সেখানে পর্যটন মৌসুম শীতকাল এর কথা ভেবে। বিভিন্ন সামর্থ্যের মানুষদের জন্য তাই এখন রয়েছে নানা রকম বাজেট রেঞ্জ এর হোটেল।

এক নজরে কক্সবাজারের বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার- সী হ্যাভেন গেস্ট হাউজ ব্লক – এ, হাউজ – ৬৭, কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৭২৬-৫১৯৩২৩, ০১৮১৮-৫৯৪০২৫ সী হিল গেস্ট হাউজ সী বীচ আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৩০৮৮, ০৩৪১-৬২৭৭৭, ০১৮১৫-০৭৫৬৯৮

সী কিং গেস্ট হাউজ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৫১২১৯, ০১৮১৮-৮৫৮০৪৪ হোটেল সী প্যালেস (৫ স্টার) ঢাকা অফিস: নুরজাহান টাওয়ার (৩য় তলা), ২ লিংক রোড, বাংলামোটর, ঢাকাফোন: ৯৬৭২৮৭৬, ০১৮১৯-৮০৮৮৪২, ০১৯১৩-৩৮০৮৪৭ হোটেল সী গাল (৫ স্টার) ঢাকা অফিস: হোয়াইট হাউস হোটেল, ১৫৫, শান্তিনগর, ঢাকাফোন: ৮৩২২৯৭৩-৬

হোটেল প্রাসাদ ওরাডাইস (৩ স্টার) ঢাকা অফিস: হাউজ – ২ই, রোড – ২৯, গুলশান – ১, ঢাকাফোন: ৮৮১৭৪০০, ৮৮১০০৫৩, ০১৫৫৬-৩৪৭৭২২ কক্সবাজার অফিস: প্লট – ৯, রোড – ১, হোটেল মোটেল জোন (নিউ বীচ রোড), কক্সবাজার ফোন: ০৩৪১-৬৪৪০৩, ০১৫৫৬-৩৪৭৭১১

হোটেল সী ক্রাউন (৩ স্টার) মেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৭৯৫, ৬৪৪৭৪, ০১৮১৭-০৮৯৪২০ সী-আরাফাত রিসোর্ট ব্লক এ, রোড-৩, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০১৮৪৩-৭২৪৫০৪ সী-ল্যান্ড গেস্ট হাউজ লাইটহাউজ রোড, কলাতলী, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৯২২, ০১৭১১-৯৪১৮২৩, ০১৭১১-৪০৫৯০৭

উর্মি গেস্ট হাউজ কলাতলী রোড, সী বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪১২১, ০১৮১৯-০৮২৭৭২ বীচ হলিডে গেস্ট হাউজ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৫৫৩-৬০০০৫৩, ০১৮১৬-২২৭৩৯৫ ব্লু ওসেন কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৩২০৭, ০৩৪১-৬২১৩৫, ০১৭১১-৭৮৫৩৮১

তাহের ভবন এন্ড গেস্ট হাউজ কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০১৮৫৬-৬৯৯৯১০, ০১৮৫৬-৬৯৯৯১১ ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০১৮১৪-১০৮২৪১ অ্যালবাট্রস রিসোর্ট কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৬৮৪, ০৩৪১-৬২৮৮৯, ০১৮১৮-৫৪০১৭৭

জিয়া গেস্ট ইন কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৩৯২৫, ০১৮১৯-৩২১৫৩৮ সোহাগ গেস্ট হাউজ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬২৫৬১, ০১৮১৮-০৬৬৯৮০, ০১৭১৫-৮৭৮৮৭৭ হোটেল কল্লোল হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট, সী বীচ রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৭৪৮, ০১৭২৭-৬১৩২৫৮, ০১৮১৯-৫৪৮৪৩৪

হোটেল সী আলিফ কলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৫১২৫৩, ০১৭১৫-৭৫৫১১২ হোটেল মেরিন প্লাজা প্লট – ১২, ব্লক – বি, কলাতলী মেইন রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪১৪৬, ০১৭১৬-৭৪২৪৬৪ প্রিন্স হ্যাভেন হোটেল নাহার গার্ডেন ট্যুরিজম, হোটেল দিপ প্লাজা, মেইন রোড, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৭১৩-৪০৯৭৯৭

হোটেল স্বপ্ন প্রোবাল পশ্চিম পারা, নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮২০-২২৬৭৬৫ রেইড গেস্ট হাউজ নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮১৬-৫৫৭৪৫৫, ০১৮১৮-৫৯৩৩৯৬ হোটেল স্বপ্ন বিলাস সেইন্ট মার্টিন মেইন রোড, নারিকেল জিনজিরা, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮১১-৮০১৩৬১, ০১৭২৪-৪৩৮৪৩৭

ওয়েল পার্ক রিসোর্ট লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজারফোন: ০৩৪১-৫৭০৩৫, ০৩৪১-৫৭২৬১, ০১৮৪১-৭৩৫৫৫৫ গ্যালাক্সি রিসোর্ট লিমিটেড কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৮১৯-১৩৭৪৬৪ হোটেল বে মেরিনা কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৭১৩-৪৮৮৮৩৩

মাসকট হলিডে রিসোর্ট কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৮২৪-৬৪০৪৫৫ ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ Telephone: +88 034 152 666 80 Fax: +88 034 152 681 Reservations: 800 358 0846 ০১৯৭০৬৬০০৬৬, ০১৮৪৪০১৬০০১।

কক্সবাজারের বিভিন্ন হোটেলের ঠিকানা ও ফোন নাম্বার!

দিনাজপুর- দিনাজপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই যুবলীগকর্মী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় চিরিরবন্দর উপজেলার পলাশডাঙ্গী খেরকাটী এলাকায়।

নিহতরা হলেন, আশিকুর রহমান (৩৫) ও ভবেশ চন্দ্র রায় (৩০)। তারা দু’জনেই যুবলীগকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, রাত সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে দু’জন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।

দিনাজপুরে বালুবাহী ট্রাকচাপায় দুই যুবলীগকর্মী নিহত

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী ছোট্ট ছেলেকে নিয়ে সকাল ৯টায় সিএনজিচালিত অটোরিকশা চড়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন মা। অটোরিকশাটি মূল সড়কে উঠতেই চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী হাজী ক্যাম্পের সামনে দিয়ে ঘিরে ধরেন পরিবহন শ্রমিকরা। হাজারও মিনতি করেও ছাড় পাননি। ফলে সিইসি পরীক্ষায় বসা হলো না সেই পরীক্ষার্থীর।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শুধু পরীক্ষার্থী নয়, বাধার মুখে পড়েন অফিসগামি-দিনমজুরসহ সাধারণ মানুষরা। নগরীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল করতেও দেয়নি পরিবহন শ্রমিকরা।

নগরীর সল্টগোলা ক্রসিং এলাকা মামুনুর রহমান জানান, সকাল থেকেই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চাকরিজীবীদের পায়ে হেটে অফিস-আদালতসহ কর্মস্থলের দিকে যেতে দেখা গেছে।

তিনি বলেন, বুধবার পিইসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে অবরোধকারীদের বাধায় ও ছোটযান হিসেবে পরিচিত রিকশা, অটোরিকশা, টেম্পু চলাচল করতে না দেয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেকই আজকের বিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেনি।

একইভাবে নগরীর নতুন ব্রিজ, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড় একে খান মোড়, আগ্রাবাদে যান চলাচলে বাধা সৃষ্টির খবর পাওয়া গেছে। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশের ন্যায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও পণ্যবাহী গাড়ির পাশাপাশি নগরের সকল ধরনের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেছে। নগরের মাদারবাড়ী, কদমতলী, নিমতলাসহ বিভিন্ন সড়কের আশপাশে, ট্রাক টার্মিনালে পণ্যবাহী গাড়ি বসিয়ে রাখা হয়েছে।

প্রাইম মুভার মালিক সমিতির কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক বন্দর থেকে কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার বা ট্রেইলার চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন।

আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমদ বলেন, পণ্যবাহী কোনো যান চলাচল করছে না। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধের কারণে আমদানিকারক, তৈরি পোশাক শিল্প মালিক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়ছে।

পরীক্ষা দিতে পারলো না পরিবহন শ্রমিকদের বাধায় পিইসি পরীক্ষার্থী!

 

জেলা বিএনপির মাসুদ অরুনের সভাপতিত্বে-
“তোমার অপেক্ষায় বাংলাদেশ” এই শিরোনামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। জেলা বিএনপির মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠান অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মেহেরপুরে- তারেক রহমান এর ৫৪তম জন্মবার্ষিকী পালন

https://aparadhtv.com/wp-content/uploads/2019/11/rr-1.jpg

তিন বাংলাদেশি নারী পাচার ও নিপীড়নের দায়ে সিঙ্গাপুরে দুই ভারতীয় নাগরিককে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। নতুন মানবপাচার আইনের আওতায় এটিই প্রথম মামলা। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরে মানবপাচার আইন কার্যকর হয়েছে। এরপর প্রথম যে ঘটনাটি সামনে এসেছে, তাতে উঠে এসেছে তিন বাংলাদেশি নারীর কথা। খবর ডয়েচে ভেলের।
মাসিক ৬০ হাজার টাকা বেতনের কথা বলে বাংলাদেশ থেকে তিন নারীকে সিঙ্গাপুরে নিয়ে এসেছিল এক ভারতীয় দম্পতি। এরপর তাদের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে আটক করে রাখা হয়। ভারতীয় দম্পতির একটি নাইটক্লাব রয়েছে সিঙ্গাপুরে, যেখানে প্রতিদিন বিনা পারিশ্রমিকে নাচতে বাধ্য করা হতো এই নারীদের। তাদের মধ্যে একজনকে জোর করে দেহ ব্যবসাতেও নামানো হয় বলে অভিযোগ।

তিন নারীর অভিযোগের ভিত্তিতে প্রথমে বিচার প্রক্রিয়া শুরু হয়। আগামী ১৯ ডিসেম্বর ঐ ভারতীয় দম্পতির সাজার মেয়াদ ঘোষণা করা হবে। এতে সর্বোচ্চ ১০ বছরের জেল ও বেত্রাঘাতের সাজা দেয়া হতে পারে। মানবপাচার বিরোধী সংগঠনগুলির মত, এই দৃষ্টান্তমূলক সাজার ফলে সিঙ্গাপুর কর্তৃপক্ষ ও মানবপাচারের সাথে জড়িতদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে।

মানবপাচার বিরোধী সংগঠন হাগার ইন্টারন্যাশনালের প্রধান মাইকেল চিয়াম সংবাদসংস্থা রয়টার্সকে জানান, ‘চাকরিদাতাদের কখনোই ভাবা উচিত নয় যে মানবপাচার ও এমন অপরাধ করে তারা আইনকে ফাঁকি দিতে পারবে।’একই আইনের আওতায় আরো দুটি মামলা বর্তমানে বিচারাধীন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে মোট ৫৬ লাখ জনসংখ্যার মধ্যে ১০ লাখ বাংলাদেশি, চীনা ও বার্মিজ অভিবাসী শ্রমিক।

বাংলাদেশি নারীকে দেহ ব্যবসায় বাধ্য করাতো ভারতীয় দম্পতি