https://aparadhtv.com/wp-content/uploads/2019/11/er.jpg
কথিত গণমাধ্যম ‘চ্যানেল ৬৯’- এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরি মালিকদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করতেন তিনি।

নওগাঁর পত্নীতলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রানীনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মমতাজ বেগম সাথীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে একটি মিষ্টির দোকানে চাঁদাবাজি করার সময় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা যায়, কথিত গণমাধ্যম ‘চ্যানেল ৬৯’- এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরি মালিকদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করতেন সাথী। এসব কাজে তাকে সহযোগিতা করতেন ক্যামেরাম্যান জাকারিয়া হোসেন। বৃহস্পতিবার রাতে উপজেলার নজিপুর মিষ্টির দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, “সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মমতাজ বেগম সাথী ও জাকারিয়া হোসেনকে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়। তবে, ভুক্তভোগীরা চাঁদাবাজির অভিযোগে মামলা না করায় মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।”

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবলীগ নেত্রী মমতাজ আটক

র‍্যাব-১৩, রংপুরের সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত 16/10/2019 খ্রিস্টাব্দ তারিখ মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ চন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১(এক) টি ৭.৬৫ এম এম বিদেশি পিস্তল, ০২( দুই) টি ওয়ান শুটার গান, ০১( এক) টি ম্যাগাজিন, ০২(দুই) রাউন্ড গুলি, ৭২ বোতল ফেনসিডিল, ০১(এক) টি মোবাইল ফোন, ০২(দুই) টি সিম কার্ড, ০১(এক) টি মেমোরি কার্ড ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৭০০০(সাত হাজার) টাকাসহ মোঃ খায়রুজ্জামান @ খয়ের @ জামাল (৩২) পিতা-মৃত তসলিমউদ্দিন, সাং-চন্দ্রপুর(৮নং ওয়ার্ড), থানা কালিগঞ্জ, জেলাঃ লালমনিরহাট কে গ্রেফতার করে। অভিযুক্ত দীর্ঘদিন যাবৎ চন্দ্রপুর সীমান্ত এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ক্রয়-বিক্রয় চোরাচালানের সাথে জড়িত। তার আত্মীয়-স্বজনের বেশিরভাগ সদস্য সীমান্তের ওপারে ভারতে বসবাস করার সুবাদে অত্যন্ত সুকৌশলে মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। চন্দ্রপুর বাজারে নিজস্ব হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে সে মাদক ব্যবসা করত বলে জানা যায়। অভিযুক্ত অবৈধভাবে উক্ত আগ্নেয়াস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছিল। উক্ত অভিযুক্ত লালমনিরহাট জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। আরও জানা যায় যে, উক্ত অভিযুক্তের বিরুদ্ধে লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় ১১( এগার)টির অধিক মামলা রয়েছে। ধৃত অভিযুক্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল চোরাচালান ক্রয়- বিক্রয় করতো। অভিযুক্তের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রংপুরের আগ্নেয়াস্ত্র-গুলি, ফেনসিডিল খায়রুজ্জামান গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের আনছার আলীর ছেলে সাজেদুল ইসলাম ও ভোলারদাড় গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে কালামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মিলে কৃষকের ২২বিঘা জমির কলাই জোর পূর্বক কেটে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোরে সাজেদুল ও কালামের নেতৃত্বে ক্ষেতের কলাই কেটে নিয়ে গেছে বলে জানান ভুক্তোভোগি গাংনীর মৃত ইয়াকুব মোল্লার ছেলে জাকির হোসেন ও গাড়াডোব হঠাৎপাড়ার মৃত পাঞ্জাব আলি বিশ্বাসের ছেলে আবেদুল হক।

আনুমানিক আড়াই লাখ টাকার ফসল কর্তন করে প্রতিপক্ষরা নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন।
উপজেলার বালিয়াঘাট,ব্রজপুর গ্রামের জনৈক মৃত রজব আলী,ও রহমান বিশ্বাস,হারেজ বিশ্বাসের নামে রামনগর মৌজায় তাদের নামীয় আর এস খতিয়ান ১৭২, ১২৮৩, ১৭৩ ও ৩৫২,আর এস দাগ নং ২৯৫৬, ৩২৭১, ২৯৫৮, ৩১৫৮ এই দাগে ৯ একর ১৪ শতক জমি হারেজ আলীর ওয়ারিশ ইনতাদুল হকের নামে প্রচলিত আছে বলে জানান ভুক্তোভোগিরা ।
ভুক্তোভোগি জাকির হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের রেকর্ডীয় সম্পত্তিতে ফসল চাষ করলে

উপজেলার রামনগর গ্রামের সাজেদুল ইসলাম,ও কালামের নেতৃত্বে মোবারক মন্ডলের ছেলে আবুল কাশেম,আজিজুল ইসলামের ছেলে আমজাদ হোসেন,হামিদুল ইসলাম,আঃ সাত্তারের ছেলে আরিফহোসেন,আফসার আলীর ছেলে নাজিমুদ্দিন চৌকিদার, মল্লিক মিয়ার ছেলে আফফান আলী, মনজেত কামারের ছেলে আব্দুল মান্নান, সমের আলীর ছেলে সমসের আলী, চাঁদ চৌকিদারের ছেলে আব্দুল বারী, ইয়াছিন আলীর ছেলে কামাল হোসেন, নিয়াত আলির ছেলে আঃ ছাত্তার ও তার ছেলে আশরাফুল ও আবদুল, কলিমদ্দিনের ছেলে আলমগীর, আবুল কাশেমের ছেলে রবকুল, আনছারের ছেলে সাজেদুল, মোফাজ্জেল মিয়ার ছেলে লাভলু, আফ্ফানের ছেলে কুদরত, শরিফুল ও ইনতাজ, খইমদ্দিনের ছেলে মন্টু, হাশেম আলির ছেলে লালন, আমজাদের ছেলে মামুর এবং শমসেরের ছেলে রুবেল প্রতিদিন রাতে ফসল তসরুপাত ও ফসল চুরি করে কেটে নিয়ে যায়। এর প্রতিবাদ করলে তারা হত্যার হুমকি দিয়ে আসছে।

ভুক্তোভোগিরা আরও বলেন, আমাদের জমি সাজেদুল ও কালাম গংদের গ্রামে এবং বাড়ীর পাশে হওয়ায় প্রতিবার তারা জমির ফসল কর্তন ও জমির উপর নানা প্রকার অত্যাচার করেন।

ফসল কাটার বিষয়টি নিষেধ করলে তারা হত্যার হুমকি দিয়ে বলে,এটা সরকারী খাস জমি এই জমিতে আসলে খবর আছে।

ফসল কর্তন ও জমির উপর নানা অত্যাচারের কারণে ইতিপৃর্বে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয় বলে জানান ভুক্তোভোগিরা। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নোটিশ করে বিষয় নিয়ে শুনানী ও তদন্ত হয়।

তদন্তে বিনিময় দলিল,ভিপি অবমুক্তিপত্র আর এস রেকর্ড আনুসাঙ্গীক কাগজপত্র বিবেচনা করে নালিশী জমিতে আরএস রেকর্ডীয় মালিকগণের স্বত্ত¦ বিদ্যমান থাকায় এ বিষয়ে গাংনী থানায় উভয় পক্ষে ৩শ’ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে আপোষ মিমাংসার পরিপ্রেক্ষিতে শান্তি শৃংখলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ১১জুলাই ২০১৯ইং তারিখে স্মারক নম্বর ০৫.৪৪.৫৭৪৭.০০০.০৪.০১৭.১৯- নিদের্শ দেন তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল।

গাংনী থানার তৎকালীন ওসি হরেন্দ্রনাথ সরকার উভয় পক্ষকে গাংনী থানায় ৩শ’ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করত আপোষ মিমাংসায় কোন ধরণের ফসল কর্তন বা অত্যাচার করবেনা মর্মে অংগীকারবদ্ধ করেন।

সে অঙ্গিকার ভঙ্গ করে সাজেদুল ও কালাম গংরা আবারও বৃহস্পতিবার ভোরে ২২বিঘা জমিতে থাকা কলাই ক্ষেত জোর করে কেটে নিয়ে গেছে।

এ ব্যপারে গাংনী থানায় অভিযোগ করলে ওসি ওবাইদুর রহমান উভয় পক্ষকে নিয়ে শালিস করে ক্ষেতের কলাই ফেরত দেওয়ার জন্য সাজেদুল ও কালাম গংদের নির্দেশ দেন।

এ নির্দেশনার পরও তারা ফসল এখন পর্যন্ত ফেরত দেয়নি বলে জানান ভুক্তোভোগিরা।

জানতে চাইলে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি গভীরভাবে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, জমির মিমাংসার বিষয়ে অবগত নই।

তবে আগের কর্মকর্তা যদি ফসল কর্তন বা ফসল তসরুপাত করবে না মর্মে আপোষ মিমাংসার নির্দেশ দিয়ে থাকে এবং আবারও যদি কেউ ফসল কর্তন করে তাহলে বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রঃ মেহেরপুর প্রতিদিন

গাংনীতে জোর পূর্বক ২২ বিঘা জমির কলাই কেটে নেওয়ার অভিযোগ

পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেল একটি ভারতীয় যাত্রীবাহী বিমান।

দুই দেশের মধ্যে মারাত্মক বৈরী সম্পর্কের মধ্যেই ভারতীয় বিমানকে রক্ষা করল পাকিস্তান।

বৃহস্পতিবার ভারতীয় বিমানটি জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে উড়ে যাচ্ছিল। বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। পাকিস্তানের সহযোগিতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

ভারতের সংবাদমাধ্যম আউটলুক জানায়, সেদিন পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল না। ঘন ঘন বজ্রবিদ্যুৎ হচ্ছিল। করাচির আকাশসীমায় বিমানটি বজ্রবিদ্যুতের মুখে পড়ে। যার কারণে বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতা থেকে ৩৪,০০০ ফুট উচ্চতায় নেমে আসে।

এরপর পাইলট নিকটবর্তী বিমানবন্দরে জরুরি প্রটোকল মেনে বিপদ বার্তা পাঠায়। পাকিস্তানের বিমান পরিবহণ নিয়ন্ত্রক পাইলটের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তান আকাশসীমা দিয়ে বাকি পথ যাত্রার নির্দেশ দেয় বলে জানা গেছে।

বালাকোটের বিমান হামলার পর পাকিস্তান কয়েক মাস পর্যন্ত তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ভারত পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করতে পারেনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরে পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবদেন করে ভারত সরকার। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়া হয়।
কিন্তু বিপদের মুহূর্তে ভারতীয় বিমানের দেড় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করল পাকিস্তান।

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর পাকিস্তান জুলাইয়ে তাদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেয় বলে জানা গেছে।
সূত্র : খালিজ টাইমস, দি নিউজ ইন্টারন্যাশনাল

১৫০ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিপাকে পড়া ভারতীয় বিমানকে রক্ষা করল পাকিস্তান

চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাসের পাইপলাইন থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতীকী ছবি
এই ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপলাইন থেকে এই বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর একটি ভবনের দেয়াল ধসে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য সাতজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের অবস্থা গুরুতর।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণ- নিহত ৭

কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে বলে সুসংবাদ দিয়েছেন রাজধানীর কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা। তারা বলছেন, আগের দিনের তুলনায় গতকাল পাবনাসহ কয়েকটি জায়গায় পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা করে কমেছে।

– ছবি : সংগৃহীত

আজ রোববার থেকে ঢাকাতেও ১০ টাকা করে কমবে বলে আশ্বস্ত করেন তারা। পাবনা থেকে কাওরান বাজারে পেঁয়াজ সরবরাহকারী পাইকারি ব্যবসায়ী নিতাই বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম ২২০ থেকে ২৩০ টাকা চলছে। তবে আজ ঢাকায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমতে পারে।

কারণ গতকাল পাবনায় প্রতি মণে ৩০০ থেকে ৪০০ কমে বিক্রি হয়েছে। পাবনার পেঁয়াজ রাতের মধ্যে ঢাকায় পৌঁছাবে, ভোরে এসব পেঁয়াজ বিক্রি করা হবে।

পাইকাররা জানান, ইতোমধ্যে পাতা পেঁয়াজ বাজারে ওঠা শুরু করেছে। আর এ মাসের শেষের দিকেই পেঁয়াজ ওঠা শুরু করবে। তখন প্রতিদিন কেজিতে ১০ থেকে ২০ টাকা কমতে শুরু করবে। দেশের বাইরে থেকে বেশি বেশি আমদানি করা সম্ভব হলে পেঁয়াজের বাজার এমনিতেই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে আগামী মঙ্গলবার। এস আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আনা পেঁয়াজ কার্গো উড়োজাহাজযোগে ঢাকায় পৌঁছবে।

এর আগে শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিসিবির মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরিভিত্তিতে কার্গো উড়োজাহাজযোগে পেঁয়াজ আমদানি করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এ ছাড়া সমুদ্রপথে আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশের পথে রয়েছে, পেঁয়াজের সবচেয়ে বড় চালান শিগগিরই বাংলাদেশে পৌঁছবে।

পাইকাররা পেঁয়াজ নিয়ে সুসংবাদ দিলেন

শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের আগে মুসলিম ভোটারদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে গাড়ি থামিয়ে গুলি চালিয়েছে বন্দুকধারীরা।

শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা তান্তিরিমালে এ হামলার ঘটনা ঘটেছে বলে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

শতাধিক মানুষের ওই গাড়ির একটি বহরকে গন্তব্যে পৌঁছাতে বাধা দিতে রাস্তায় হামলাকারীরা টায়ার জ্বালিয়ে দেয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এরপরই সেখানে বন্দুক হামলা চালানো হয়।

বন্দুকধারীরা বাসে প্রকাশ্য গুলি চালানোর পাশাপাশি পাথরও নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে দুইটি বাস ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নিবন্ধিত ভোটার সংখ্যা এক কোটি ৬০ লাখ। মুসলিম ও তামিল ভোটাররা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

মোট ২২টি নির্বাচনী জেলার ১২৮৪৫টি বুথে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন শ্রীলংকার নাগরিকরা।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যা আনুমানিক ১ কোটি ৬০ লাখ। নির্বাচনে মোট প্রার্থী ৩৫ জন।

মুসলিম ভোটারদের গাড়িবহরে হামলা শ্রীলংকায়

নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাহিত্য নিকেতনের সভাপতি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক বাবুল মোশাররফ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

 

গত শুক্রবার রাত ১১ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফুসফুসে ও লিভার ক্যান্সারে ভুগছিলেন।

গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার আমিনপুর মাঠে মরহুমের জানাযা শেষে সোনারগাঁও পৌরসভার বাগমুছা জামে মসজিদ সংলগ্ন বাগমুছা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম বাবুল মোশাররফের মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাব ৭ দিনে কালো পতাকা উত্তোলন, ৪ দিনে সকল সাংবাদিক কালো ব্যাজ ধারণসহ নানা কমসূচি পালন করবে। এছাড়া তার মৃত্যুতে সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ -কমিটির সাবেক সহ সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁও প্রেস ক্লাবের সকল সাংবাদিক, সাহিত্য নিকেতনের নেতৃবৃন্দ, ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিক বাবুল মোশাররফ জীবনের শেষ সময় পর্যন্ত সাহিত্য চর্চা ও লেখালেখির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে গেছেন। তিনি দৈনিক দেশ জনতা পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

না ফেরার দেশে চলে গেলেন সোনারগাঁওয়ের লেখক সাংবাদিক বাবুল মোশাররফ

 

বগুড়ায় রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকা ফিরে পেয়েছেন ব্যবসায়ী রাজীব প্রসাদ (৩৫)। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় তিনি ভুল করে রিকশায় টাকার ব্যাগ ফেলে যান। পরে রিকশাচালক টাকার ব্যাগটি ফেরত দেন। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী রাজিব প্রসাদ বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে ২০ লাখ টাকা নিয়ে রিকশাচালক লাল মিয়ার রিকশায় উঠে সাতমাথায় নামেন। রাজিব প্রসাদ ভুলবশত টাকার ব্যাগটি রিকশায় ফেলে রেখে যান। পরে ব্যবসায়ী বাসে ওঠার সময় তার মনে পড়ে টাকার ব্যাগটি রিকশায় ফেলে এসেছেন তিনি।

এদিকে রিকশাচালক লাল মিয়া টাকার ব্যাগটি পেয়ে তা খুলে অনেক টাকা দেখতে পান। সঙ্গে সঙ্গে লাল মিয়া টাকার ব্যাগটি বাড়িতে রেখে টাকার মালিক রাজিবকে খুঁজতে বের হন। কয়েকবার খুঁজেও রিকশাচালক তাকে না পেয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। এ সময় টাকা হারানোর বিষয়টি থানায় অবহিত করেন ওই ব্যবসায়ী। একপর্যায়ে পুলিশ রিকশাচালকের ফোন নম্বর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন এবং রিকশাচালকও টাকা পাওয়ার কথা স্বীকার করেন। পুলিশ রিকশাচালক লাল মিয়ার বাড়ি গিয়ে টাকার ব্যাগসহ লাল মিয়াকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বলেন, ব্যবসায়ী রাজিব প্রসাদকে ডেকে টাকাগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি খুশি হয়ে রিকশাচালক লাল মিয়াকে একটি নতুন রিকশা কেনার জন্য ৫০ হাজার টাকা উপহার দিয়েছেন।

রিকশাচালক ফেরত দিলেন ব্যবসায়ীর ফেলে যাওয়া ২০ লাখ টাকা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন,
স্বাধীনতাসংগ্রাম শেষ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু এখনো দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার ও মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি। এই মুক্তিসংগ্রামে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ শনিবার জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জি এম কাদের। সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির আহ্বায়ক জাফর উল্লা মজুমদার আজাদ আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাঁদেরই দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে।

আজকের অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মদান এবং দেশমাতৃকার জন্য অবদান জাতি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তিনি বলেন, অনেকেই এমপি-মন্ত্রী হতে পারবেন, কিন্তু যাঁরা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেননি, তাঁরা কখনোই মুক্তিযোদ্ধা হতে পারবেন না। আর এ জন্যই এরশাদ মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য অফিস নির্মাণের ব্যবস্থা করেছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সদস্যসচিব ইসহাক ভূঁইয়ার পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, জহিরুল আলম প্রমুখ।

নতুন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে:জি এম কাদের