গাংনী বাজারে ভাম্যমান আদালতের অভিযান:
গাংনী বাজারে ভাম্যমান আদালতের অভিযান:
কামরুজ্জামান প্রতিনিধি মেহেরপুরঃ আজ বৃহঃবার বিকেল ৪ ঘটিকায় গাংনীর বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী আমিন মিষ্টান্ন ভান্ডার এ নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে নির্বাহী মেজিজ্ট্রেট সুজন দাঁস গুপ্ত ভোক্তা আইন ৫৩ ধারায় ৫০০০ টাকা জরিমানা করেন।
অপর দিকে পাটের বস্তার বদলে প্লাষ্টিক বস্তা ব্যবহার ও মাল সংরক্ষণের দায়ে পাটজাত মোড়ক আইনে মেসার্স রহমান ট্রেডার্স কে ২০০০ টাকা জরিমানা করেন নির্বাহী মেজিজ্ট্রেট মিথিলা দাস।
-ফাইল ফটো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যে সরকার সামান্য নিত্যপণ্যের ব্যবস্থা নিশ্চিত করতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আর থাকে না। আর এখন এধরনের ঘটনা ঘটতেই থাকবে। চালের দাম একদিনে কেজিতে ৫ টাকা বেড়েছে। এসব কারণে আমি আবারও দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, ২০১৯ সালটা বর্তমান সরকারের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বছর। সারা জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক বছর। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। নুসরাত হত্যা থেকে শুরু করে ছাত্রলীগের চাঁদাবাজি ও টেন্ডারবাজি, সেখান থেকে শুরু করে যুবলীগের ক্যাসিনো-কাণ্ড, তারপরে পেঁয়াজ ও লবণের সমস্যা।
তিনি বলেন, সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই এখনই সময় আপনারা পদত্যাগ করুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে করে এদেশের মানুষ নির্ভয়ে-নির্বিঘ্নে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। তারা তাদের পছন্দ মতো প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত করতে পারে। এটাই এখন একমাত্র সময়ের দাবি। আর এটা যদি আপনারা নিজে থেকে না করেন তাহলে দেশের মানুষ তা আদায় করে নেবে।
তিনি আরো বলেন, তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র নায়কের ভূমিকা পালন করে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই আশা এবং প্রত্যাশা আমাদের সবার। আর তার মধ্যে যেসব গুণ দেখতে পাই, এর মধ্যে সহনশীলতা অন্যতম।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম।
কারিমা আক্তার কানিজ (১৪)। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কলকুটিপাড়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে এবং এবারের জেএসসি পরীক্ষায় কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় সে।
গত সোমবার (১৮ নভেম্বর) নিজ বাড়িতে আত্মহত্যা করে কানিজ। তবে তার আত্মহত্যার পেছনে লুকিয়ে আছে এক বর্বরোচিত অত্যাচারের ঘটনা। যে অত্যাচারের যাতাকলে পিষ্ট হয়ে ধুকে ধুকে বেঁচে আছে অনেক কানিজ, আর যারা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলছে তারা জীবনকে শেষ করার মাধ্যমে এই অত্যাচার থেকে মুক্তি খুঁজে নিচ্ছে।
ভাবছেন কি সেই বর্বরোচিত অত্যাচার? সেটার নাম বখাটে। এই বখাটেদের উৎপাত সহ্য করতে না পেরে দেশের প্রত্যেক প্রান্তে প্রতিদিনই কোন না কোন কানিজ নিজেকে বলিদান করছে। অথচ কিছু কিছু ক্ষেত্রে একটা মূল্যবাণ জীবন যাদের কারণে অকালে ঝরে গেল সেসব বখাটেদের আইনের আওতায় আনতে প্রশাসন চরম উদাসীনতার পরিচয় দেয় বলেও খবর দেখা যায়।
যে বখাটের উত্ত্যক্ত সইতে না পেরে কানিজ আত্মহত্যার পথ বেছে নেয় সেই বখাটেদের নাম কাওছার আলী (১৮) ও বেনজির আলী (২৬)। বখাটে কাওছার একই গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বেনজির আলী বখাটে কাওছারের মামাতো ভাই। ঘটনার পর থেকে বখাটে কাওছার পলাতক রয়েছে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, কারীমা আক্তার কানিজ কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে সদ্য শেষ হওয়া জেএসসি পরীক্ষা দিয়েছে। বিদ্যালয়ের যাওয়া আসার পথে একই গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে কাওছার (১৮) তাকে প্রেমের প্রস্তাব দিত এবং নানা ভাবে উত্ত্যক্ত করতো। ঘটনাটি কারীমা তার বাবা-মাকে জানায়। তারা ছেলের বাবা-মা কে জানালে ছেলের পরিবারের লোকজন ছেলেকে শাসন না করে উল্টো মেয়ের পরিবারের লোকজনকে অপদস্ত করে।
ঘটনার দিন সোমবার (১৮ নভেম্বর) সকালে কারীমা নিজ বাড়ির দরজায় দাড়ালে কাওছার এসে তাকে ‘বউ বউ’ বলে ডাকতে থাকে, এবং বেনজীরসহ আরো কয়েকজন দাড়িয়ে থেকে হাততালি দেয় ও হাসাহাসিতে মেতে ওঠে। এ সময় কারীমা সহ্য করতে না পেরে বাড়িতে ছুটে গিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের তীরের সঙ্গে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পায়। পরে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানিজের বাবা আবুল কালাম আজাদ জানান, আমার বুকের মানিককে কেড়ে নেয়ার জন্যই তারা পরিকল্পনা করে আমার মেয়েকে মেরে ফেলেছে। আমার মেয়ে আত্মহত্যা করে নাই, তাকে নিজের জীবন শেষ করতে বাধ্য করা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মেয়ে বাসার বাইরে বেরোলেই কাওছার ও বেনজীররা আমার মেয়েকে দেখে চিৎকার করে বলতো, এই যে কাওছারের বউ যাচ্ছে। তারা উচ্চস্বরে ভাবী, ভাবী বলে ডাকতো।
তিনি বলেন, আমার মেয়ে কখনও মিথ্য বলতো না, আমি আমার সন্তানদের সেটাই শিখিয়েছি। এই মিথ্যা অপবাদ সইতে না পেরে আমার মেয়ে আজ ওদের কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি তাদের ফাঁসি চাই, আমি চাই আমার মেয়ের মত আর কোন মেয়ে যেন বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়ে নিজ জীবন শেষ না করে।
এদিকে কাওসারের বাড়িতে গেলে তার মা দাবী করেন, তার ছেলে কি করেছে তার কিছুই জানেন না তিনি।
কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মফিজুল হক জানান, মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে মেয়েটির অভিভাবকদের পক্ষ থেকে কোন মামলা হয়নি। যদি তারা কোন অভিযোগ করেন তবে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
মেহেরপুরের মুজিবনগর ফেনসিডিলসহ আটক ৩
মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর তেরাস্তার মোড় পাকড় গাছের নীচ থেকে ০৭ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত মোঃ সোহেল (২২), পিতাঃ মোঃ হিরু শেখ, সাং মেহেরপুর কলেজ মোড়, রাজিব শেখ রাজু (২৫), পিতা মৃত রেজাউল শেখ মেহেরপুর জেলা,মেহেরপুর উপজেলা,সাং-০৯ নং ওয়ার্ড খোন্দকার শাফায়েতুল ইসলাম সুমন (৩২),পিতাঃ,মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার শি্শুবাগান গ্রামের মোঃমানিক হোসেনের উদ্দীনের ছেলে।
বুধবার সন্ধা ৭:৪৫টা দিকে ৩জন ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে সেহেরপুর মুজিনগর উপজেলার রতনপুর মোড় পাকড়া গাছের নীচে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিরজাহুর রহমান,এস আই তরিকুল ইসলাম ও এ এস আই মাহাতাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।পরে সেখান থেকে ৩জনকে বোতল ০৭ ফেন্সিডিলসহ হাতেনাতে তাকে আটক করে। আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ট্রাক-কাভার্ডভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা। গতকাল বুধবার রাত সোয়া ৯টা থেকে পৌনে ১টায় পর্যন্ত ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বাসায় পরিবহন মালিক-শ্রমিকদের রুদ্ধদ্বার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে তাদের ৯ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আশ্বাসে সন্তুষ্ট হয়ে তারা ধর্মঘট প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন, কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার থেকে সারাদেশে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।
দাবি আদায়ের বিষয়ে তিনি বলেন, কার্যকর হওয়া নতুন আইনের ১২৬টি ধারার ৯টি ধারায় তাদের আপত্তি। এর মধ্যে কয়েকটা মেনে নিতে সময় বেঁধে দেয়া হয়েছে। আর বাকি দাবিগুলোর বিষয়ে বিচার-বিবেচনার জন্য বেশকিছু সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিকদের নেতা রুস্তম আলী খান বলেন, দীর্ঘ আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবিগুলো ইতিবাচকভাবে নিয়েছেন, মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।
বৈঠকে বাস-ট্রাক কাভার্ডভ্যানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘সড়ক পরিবহন আইন-২০১৮’ স্থগিত ও সংশোধনসহ ৯ দফা দাবি আদায়ে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বাস মালিক ও শ্রমিকরাও কর্মবিরতি শুরু করে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমানের অস্ত্র কিনছে ভারত। এই অস্ত্রের মূল্যমান ১০০ কোটি মার্কিন ডলার। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে সিলমোহর দেন।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনড় মনোভাবের কথা জানিয়ে কংগ্রেসকে অবগত করে ট্রাম্প প্রশাসন।
সূত্র জানিয়েছে, ভারতকে ১০০ কোটি মার্কিন ডলারে নাভাল গান বা নৌ-বন্দুক বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন ট্রাম্প। মার্কিন এই নৌ-বন্দুক শত্রুপক্ষের যুদ্ধজাহাজ থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম। শত্রুপক্ষের অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট থেকে হামলা বা তীরে বোমাবর্ষণ মোকাবিলাতেও সক্ষম মার্কিন নৌ-বন্দুক।
সামরিক বিশেষজ্ঞদের মতে, মার্কিন নাভাল-গান হাতে পেলে, নিঃসন্দেহে ভারতীয় নৌ-সেনার আক্রমণের ধার আরও বাড়বে। এই নৌ-বন্দুকগুলি বানিয়েছে আমেরিকার বিএই সিস্টেমস ল্যান্ড অ্যান্ড আর্মামেন্টস।
ডিফেন্স সিকিওরিটি কো-অপারেশন এজেন্সি সূত্রে জানা গেছে, প্রস্তাব অনুযায়ী, ১০০ কোটি মার্কিন ডলারে ভারতকে ১৩টি এমকে-৪৫ পাঁচ ইঞ্চি/৬২ ক্যালিবার (এমওড) নৌ-বন্দুক বেচবে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে আনুষঙ্গিক যন্ত্রপাতিও। মার্কিন কংগ্রেসে এই মর্মে নোটিফিকেশন করা হয়েছে।
বগুড়ার ধুনটে ফোনে ডেকে নিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে উপজেলা যুবলীগ সদস্য পল্লী চিকিৎসক সবুজ উদ্দিন সবুরকে (৩৬) হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে নিমগাছী ইউনিয়নের পশ্চিম নান্দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যুবলীগ নেতা সবুজ উদ্দিন সবুর নান্দিয়াপাড়া গ্রামের মৃত আবদুর রহিম বকসের ছেলে। তার সঙ্গে জমি নিয়ে একই গ্রামের জনাব আলীর ছেলে ও নিমগাছী ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কামরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে কামরুল ইসলাম মোবাইল ফোনে বিরোধ আপসের কথা বলে সবুরকে পশ্চিম নান্দিয়ার পাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
ধুনট উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান জানান, প্রায় ১০ মাস আগে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হওয়ায় নিমগাছী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে কামরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। সবুজ উদ্দিন সবুরের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হবিগঞ্জের মাধবপুরে ডাকাত দলের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
মাধবপুর থানার এসআই রাকিবুল হাসান জানান, বুধবার রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি জাতীয় উদ্যানের দিকে কয়েকটি মোটরসাইকেলযোগে একদল ডাকাত যাচ্ছিল। এ সময় সুরমা চা বাগান এলাকায় টহলরত পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। তখন ডাকাতরা পুলিশের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় আহত এএসআই জিয়াউর রহমান, কনস্টেবল রুহুল আমিন, কনস্টেবল সানোয়ারকে সদর আধুনিক হাসপাতাল এবং কনস্টেবল ফয়েজকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
তিনি আরও জানান, ডাকাতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
প্রধান উপদেষ্টাঃ রিন্টু চৌধুরী
সম্পাদক- মোঃ আজিজুল ইসলাম আজিজ 01719-076924,
নির্বাহি সম্পাদক -মোঃ রফিকুল ইসলাম 01717-656705fÐd¡e L¡k¡Ñmu
¢jlf¤l-13,Y¡L¡
ফোনঃ 01827-656705 ইমেইলঃ anusondan2@gmail.com