•                                                   ফইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের একটি বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বরাটি গ্রামের একটি বিল থেকে লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি, ধারণা করা হচ্ছে তার বয়স ৪০ হবে। আনুমানিক ১৫ থেকে ২০ দিন পূর্বে লাশটি বিলের পানিতে পড়ে আছে। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করতে পারছেনা এটি হত্যাকান্ড, নাকি অন্যকিছু।

এ বিষয়ে মির্জাপুর থানার এস.আই ও মামলার আয়ু মো. ফয়েজ আহম্মদ জানান, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে আসল রহস্য।

মির্জাপুরে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

-ফাইল ছবি

শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত উকিল মিয়ার বাড়ি উপজেলার মেঘাদল বকুলতলা গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী ওরফে বঙ্গসুরুজ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গরুর ঘাস সংগ্রহের জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় অনুপ্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে উকিল আহত হয়ে বাংলাদেশি সীমান্তের পানবাড়ি রাবার বাগান এলাকায় এসে লুটিয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত ওই ক্যাম্পের সুবেদার খন্দকার আবদুল হাই বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠক হবে।

এদিকে শ্রীরবদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 

পিরোজপুরের ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫-৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার সকালে কলারণ খেয়াঘাট থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চরবলেশ্বর এলাকায় এসে সকাল ৯টার দিকে এ দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে অতিক্রম করার সময় পাশে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পার্শবর্তী খালে পড়ে যায়। বাসটিতে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশু সহ প্রায় ৪০ জন যাত্রী ছিল এদের মধ্যে প্রায় ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৫-৬ জনেকে গুরুতর অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালেসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে খালে

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাতে তাদের কেউ শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ছানোয়ারা খাতুন (৪৯) জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজকে (৯) রাতে কে বা কারা শ্বাসরোধ করে হত্যার পর দুই কক্ষে তাদের মরদেহ ফেলে রেখে যায়।

সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। দু’কক্ষে মা ও ছেলে মরদেহ পড়ে রয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে খুন

 

ঝিনাইদহ- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাদশা (৪৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ পুলিশ সদস্য।

রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদশা পার্শ্ববর্তী জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু উপজেলার তেতুলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাদশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি শুটারগান ও ১ রাউন্ড গুলি। নিহত বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে।

ঝিনাইদহে পুলিশের সঙ্গে -বন্দুকযুদ্ধে’ নিহত- সন্ত্রাসী

 

ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে।

এদিকে সরকারিভাবে এদিনই অবসর নেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বাবরি মসজিদ মামলার বিতর্কিত রায়ের পরই তিনি কার্যত অবসরে চলে যান।

অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে গোপনীয়তার অধিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান প্রক্রিয়ার অংশ ছিলেন ৬৩ বছর বয়সী বিচারপতি বোবদে।

এক কথায় বলা যায়, ক্ষমতাসীন দল বিজেপির সবচেয়ে পছন্দের লোক নতুন এই প্রধান বিচারপতি।

শপথ নিলেন ভারতের নতুন প্রধান বিচারপতি- অরবিন্দ বোবদে

– ছবি : সংগৃহীত

নোয়াখালীর চৌমুহনীর স্টেশন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে গেছে এবং আরো ২৭টি ব্যবসা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রোববার রাতে হঠাৎ অগ্নিকাণ্ড শুরু হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার পর চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী ও ফেনীর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে একুশে ক্রোকারিজ, মেলা ক্রোকারিজ, পদ্মা হোটেল, আল আমিন ক্রোকারিজ, আলম স্টোর, ইসলাম ক্রোকারিজ, ভূঁইয়া ক্রোকারিজ, আঁখি ক্রোকারিজ নুর হোটেল এন্ড রেস্টুরেন্ট, মোস্তফা ক্রোকরিজ, জেবি ক্রোকারিজ, এসবি ক্রোকারিজ, চায়না ক্রোকারিজ ও প্রাণ-আরএফএল শো’রুমসহ অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই জনসহ ছয় জন আহত হয়েছেন।

ব্যবসায়ী সাহেদুর রহমান স্বপন বলেন, চলতি বছরে একই মার্কেটে এ পর্যন্ত চারবার ভয়াবহ আগুন লেগেছে। সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আগুনের ক্ষত না শুকাতেই আবারো অগ্নিকাণ্ডের ঘটনা বেশ আলোচিত হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, আজকের এ আগুনের ঘটনায় অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জহিরুল ইসলাম ভুইয়া বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষতির পরিমাণ এখন ও নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নোয়াখালীতে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই- ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজবাড়ী জেলা সদরের বাগমারা এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কে অভিযান চালিয়ে ৯০০ (নয়শত) বোতল ফেনসিডিলসহ মোঃ ইয়াছিন আলী রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদরের বাগমারা সাগর এগ্রো ফুড লিঃ এর গেইটের সামনে থেকে তাকে আটক করে ডিবি। আটককৃত ইয়াছিন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গোকুলখালী ভালাইপুর গ্রামের আঃ রশিদ মোল্লার ছেলে।

শুক্রবার বেলা ১১টায় জেলা ডিবি পুলিশের কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর শরীফ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী কুষ্টিয়া মহা সড়কের বাগমারা সাগর এগ্রো ফুড লিঃ এর গেইটের সামনে একটি যানবাহনে অভিযান চালিয়ে বস্তার মধ্যে লুকিয়ে রাখা ৯শত বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় ৯০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক , মহা সড়কে অভিযান ।

https://aparadhtv.com/wp-content/uploads/2019/11/er.jpg
কথিত গণমাধ্যম ‘চ্যানেল ৬৯’- এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরি মালিকদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করতেন তিনি।

নওগাঁর পত্নীতলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রানীনগর উপজেলা মহিলা যুবলীগের সভাপতি মমতাজ বেগম সাথীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে একটি মিষ্টির দোকানে চাঁদাবাজি করার সময় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা যায়, কথিত গণমাধ্যম ‘চ্যানেল ৬৯’- এর নওগাঁ জেলা সংবাদদাতা হিসেবে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও ফ্যাক্টরি মালিকদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করতেন সাথী। এসব কাজে তাকে সহযোগিতা করতেন ক্যামেরাম্যান জাকারিয়া হোসেন। বৃহস্পতিবার রাতে উপজেলার নজিপুর মিষ্টির দোকানে গিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, “সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মমতাজ বেগম সাথী ও জাকারিয়া হোসেনকে বৃহস্পতিবার রাতে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়। তবে, ভুক্তভোগীরা চাঁদাবাজির অভিযোগে মামলা না করায় মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।”

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবলীগ নেত্রী মমতাজ আটক