কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে বলে সুসংবাদ দিয়েছেন রাজধানীর কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা। তারা বলছেন, আগের দিনের তুলনায় গতকাল পাবনাসহ কয়েকটি জায়গায় পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা করে কমেছে।
আজ রোববার থেকে ঢাকাতেও ১০ টাকা করে কমবে বলে আশ্বস্ত করেন তারা। পাবনা থেকে কাওরান বাজারে পেঁয়াজ সরবরাহকারী পাইকারি ব্যবসায়ী নিতাই বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম ২২০ থেকে ২৩০ টাকা চলছে। তবে আজ ঢাকায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমতে পারে।
কারণ গতকাল পাবনায় প্রতি মণে ৩০০ থেকে ৪০০ কমে বিক্রি হয়েছে। পাবনার পেঁয়াজ রাতের মধ্যে ঢাকায় পৌঁছাবে, ভোরে এসব পেঁয়াজ বিক্রি করা হবে।
পাইকাররা জানান, ইতোমধ্যে পাতা পেঁয়াজ বাজারে ওঠা শুরু করেছে। আর এ মাসের শেষের দিকেই পেঁয়াজ ওঠা শুরু করবে। তখন প্রতিদিন কেজিতে ১০ থেকে ২০ টাকা কমতে শুরু করবে। দেশের বাইরে থেকে বেশি বেশি আমদানি করা সম্ভব হলে পেঁয়াজের বাজার এমনিতেই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে আগামী মঙ্গলবার। এস আলম গ্রুপ বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের আনা পেঁয়াজ কার্গো উড়োজাহাজযোগে ঢাকায় পৌঁছবে।
এর আগে শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিসিবির মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরিভিত্তিতে কার্গো উড়োজাহাজযোগে পেঁয়াজ আমদানি করবে।
এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ বাজারে সরবরাহ করা সম্ভব হবে। এ ছাড়া সমুদ্রপথে আমদানিকৃত পেঁয়াজ বাংলাদেশের পথে রয়েছে, পেঁয়াজের সবচেয়ে বড় চালান শিগগিরই বাংলাদেশে পৌঁছবে।
শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের আগে মুসলিম ভোটারদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে গাড়ি থামিয়ে গুলি চালিয়েছে বন্দুকধারীরা।
শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা তান্তিরিমালে এ হামলার ঘটনা ঘটেছে বলে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।
শতাধিক মানুষের ওই গাড়ির একটি বহরকে গন্তব্যে পৌঁছাতে বাধা দিতে রাস্তায় হামলাকারীরা টায়ার জ্বালিয়ে দেয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এরপরই সেখানে বন্দুক হামলা চালানো হয়।
বন্দুকধারীরা বাসে প্রকাশ্য গুলি চালানোর পাশাপাশি পাথরও নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে দুইটি বাস ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নিবন্ধিত ভোটার সংখ্যা এক কোটি ৬০ লাখ। মুসলিম ও তামিল ভোটাররা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মোট ২২টি নির্বাচনী জেলার ১২৮৪৫টি বুথে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন শ্রীলংকার নাগরিকরা।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা আনুমানিক ১ কোটি ৬০ লাখ। নির্বাচনে মোট প্রার্থী ৩৫ জন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাহিত্য নিকেতনের সভাপতি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক বাবুল মোশাররফ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গত শুক্রবার রাত ১১ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফুসফুসে ও লিভার ক্যান্সারে ভুগছিলেন।
গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার আমিনপুর মাঠে মরহুমের জানাযা শেষে সোনারগাঁও পৌরসভার বাগমুছা জামে মসজিদ সংলগ্ন বাগমুছা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম বাবুল মোশাররফের মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাব ৭ দিনে কালো পতাকা উত্তোলন, ৪ দিনে সকল সাংবাদিক কালো ব্যাজ ধারণসহ নানা কমসূচি পালন করবে। এছাড়া তার মৃত্যুতে সাংসদ লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ -কমিটির সাবেক সহ সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানসহ সোনারগাঁও প্রেস ক্লাবের সকল সাংবাদিক, সাহিত্য নিকেতনের নেতৃবৃন্দ, ও এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিক বাবুল মোশাররফ জীবনের শেষ সময় পর্যন্ত সাহিত্য চর্চা ও লেখালেখির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে গেছেন। তিনি দৈনিক দেশ জনতা পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
বগুড়ায় রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকা ফিরে পেয়েছেন ব্যবসায়ী রাজীব প্রসাদ (৩৫)। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় তিনি ভুল করে রিকশায় টাকার ব্যাগ ফেলে যান। পরে রিকশাচালক টাকার ব্যাগটি ফেরত দেন। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী রাজিব প্রসাদ বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে ২০ লাখ টাকা নিয়ে রিকশাচালক লাল মিয়ার রিকশায় উঠে সাতমাথায় নামেন। রাজিব প্রসাদ ভুলবশত টাকার ব্যাগটি রিকশায় ফেলে রেখে যান। পরে ব্যবসায়ী বাসে ওঠার সময় তার মনে পড়ে টাকার ব্যাগটি রিকশায় ফেলে এসেছেন তিনি।
এদিকে রিকশাচালক লাল মিয়া টাকার ব্যাগটি পেয়ে তা খুলে অনেক টাকা দেখতে পান। সঙ্গে সঙ্গে লাল মিয়া টাকার ব্যাগটি বাড়িতে রেখে টাকার মালিক রাজিবকে খুঁজতে বের হন। কয়েকবার খুঁজেও রিকশাচালক তাকে না পেয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। এ সময় টাকা হারানোর বিষয়টি থানায় অবহিত করেন ওই ব্যবসায়ী। একপর্যায়ে পুলিশ রিকশাচালকের ফোন নম্বর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন এবং রিকশাচালকও টাকা পাওয়ার কথা স্বীকার করেন। পুলিশ রিকশাচালক লাল মিয়ার বাড়ি গিয়ে টাকার ব্যাগসহ লাল মিয়াকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বলেন, ব্যবসায়ী রাজিব প্রসাদকে ডেকে টাকাগুলো বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি খুশি হয়ে রিকশাচালক লাল মিয়াকে একটি নতুন রিকশা কেনার জন্য ৫০ হাজার টাকা উপহার দিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন,
স্বাধীনতাসংগ্রাম শেষ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু এখনো দারিদ্র্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার ও মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি। এই মুক্তিসংগ্রামে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ শনিবার জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জি এম কাদের। সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির আহ্বায়ক জাফর উল্লা মজুমদার আজাদ আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাঁদেরই দায়িত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসতে হবে।
আজকের অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মদান এবং দেশমাতৃকার জন্য অবদান জাতি আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তিনি বলেন, অনেকেই এমপি-মন্ত্রী হতে পারবেন, কিন্তু যাঁরা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেননি, তাঁরা কখনোই মুক্তিযোদ্ধা হতে পারবেন না। আর এ জন্যই এরশাদ মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং জেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের জন্য অফিস নির্মাণের ব্যবস্থা করেছেন।
জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির সদস্যসচিব ইসহাক ভূঁইয়ার পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, জহিরুল আলম প্রমুখ।
কুষ্টিয়ায় বাজারে ইচ্ছামতো পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে- এমন অভিযোগে বাজার নিয়ন্ত্রণে জেলা পুলিশ অভিযান চালানোর পর কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা দাম কমে এসেছে।
আজ শনিবার সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। তবে পুলিশ আসার আগেই অধিকাংশ পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের কাছে থাকা পেঁয়াজ সরিয়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া যায়।
এসময় বাজারে আসা কয়েকজন ভোক্তা ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাম হাঁকানোর অভিযোগও করেন। কেউ কেউ প্রতি কেজি ২১০-২২০ টাকা দরে পেঁয়াজ কিনেছেন বলে জানান তারা।
অভিযানে বাজারের প্রত্যেক পেঁয়াজ ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়েছে জানিয়ে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, অভিযানের পর থেকে পৌর বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতিতে ২০ থেকে ৪০ টাকা দাম কমে এসেছে। এই অভিযান জেলার বিভিন্ন উপজেলায়ও পরিচালনা করা হবে বলে জানান তিনি।
পরবর্তীতে কেউ যদি ইচ্ছামতো পেঁয়াজের দাম হাঁকান তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করে বলেন, আইনের মধ্যে থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের জেল জরিমানা করা হবে। এছাড়াও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি যারা পেঁয়াজের মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি করছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী রড দিয়ে বেধড়ক পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। খবর ইউএনবি’র
শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
আহত সোহরাব মিয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শুক্রবার দিবাগত গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে তাকে মারধর করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরে অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন- আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদ। তারা দুজনই শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের দায়িত্বে রয়েছেন এবং শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
তার সহপাঠীরা জানায়, সোহরাবের বাম হাতের কনুইয়ের ওপর ও নিচে দুই জায়গায় ভেঙে গেছে। চিকিৎসক জানিয়েছেন, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় মোট ১৫টি সেলাই দেয়া হয়েছে।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ‘কিছুদিন আগে আমরা গণমাধ্যমে দেখেছি সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টর্চার সেল রয়েছে। বুয়েটে আবরার হত্যা, রাজশাহী পলিটেকনিকে অধ্যক্ষকে পুকুরে ফেলেছে ছাত্রলীগ। রাবিতেও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মারপিট করে ছাত্রলীগ। সব অপকর্মে ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী জড়িত। তাদের এ ক্ষমতা কে দেয়?’
এর আগে বেলা ১১টার পর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। তবে বিকল্প ব্যবস্থায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগ কর্মী আসিফ লাকের নেতৃত্বে সোহরাবসহ ফিন্যান্স বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে হলের তৃতীয় ব্লকের ২৫৪ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে সোহরাবকে বিভিন্ন প্রশ্ন করেন আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদ। এক পর্যায়ে তারা দুজন মিলে সোহরাবকে রড দিয়ে মারধর শুরু করেন। এক পর্যায়ে তার মাথা ফেটে রক্ত বের হলে তারা মারধর বন্ধ করেন।
পরে সোহরাবের বন্ধুরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমান সে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
তবে এ বিষয়ে জানতে চেষ্টা করেও অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মীরা সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ঘটনার পর থেকে দুজনের মোবাইল নম্বর বন্ধ এবং তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ রয়েছে।
এ ব্যাপারে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. জুলকারনাইন বলেন, ‘আমি ঘটনাটি শনিবার সকালে জেনেছি। এরপরই হল প্রশাসনকে সঙ্গে নিয়ে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হ’ত্যা মা’মলায় সোনাগাজী ইস’লামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আ’সামিরই ফাঁ’সির আদেশ দিয়েছেন আ’দালত। তবে এদের মধ্যে উচ্চ আ’দালত বিশেষভাবে বিবেচনা করলে দু-একজনের সাজা কম হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তাদের মধ্যে নুসরাতের সহপাঠী ও হ’ত্যাকা’ণ্ডে সরাসরি সম্পৃক্ত মনির নাম রয়েছে।রাজধানীর গুলশানে শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান নুসরাত জাহান রাফির ১৬ জনের সবার ফাঁ’সির রায় উচ্চ আ’দালতে কতটুকু গ্রহণযোগ্য হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেনদেশের আইনে যেটা বলে, এ রকম হ’ত্যাকা’ণ্ডে সবচেয়ে আগে ক্যাপিটাল পানিশমেন্টের কথা চিন্তা করতে হবে। যদি কোনো ‘মিটিগেটিং সারকামস্ট্যান্সেস’ থাকে তাহলে যাব’জ্জীবনের কথা চিন্তা করা হয়।রাফি হ’ত্যা মা’মলার রায় উচ্চ আ’দালতে বহাল থাকবে কিনা সেই বিষয়ে তিনি বলেন, আমা’র মনে হয় দু’একজন বাদে সবার রায়ই বহাল রাখবেন হাইকোর্ট। তাছাড়া এ মা’মলায় ১২ জন দোষ স্বীকার করেছে, ৯২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
দু’একজন নারী রয়েছে, তাদের মধ্যে একজনের বাচ্চাও রয়েছে। উচ্চ আ’দালত বিশেষভাবে বিবেচনা করলে তাদের সাজা কম হতেই পারে।প্রসঙ্গত, সোনাগাজী ইস’লামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলেন নুসরাত জাহান রাফি। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে তাকে যৌ’ন হয়’রানি করেন।
এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মা’র্চ সোনাগাজী থানায় মা’মলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রে’ফতার করে পু’লিশ। পরে মা’মলা তুলে নিতে বিভিন্নভাবে রাফির পরিবারকে হুমকি দেয়া হয়।৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্রের পরীক্ষা দিতে ওই মাদ্রাসার কেন্দ্রে যায় রাফি।
এ সময় বোরকা পরিহিত কয়েকজন তাকে পাশের বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষের বি’রুদ্ধে মা’মলা তুলে নিতে চাপ দেয়। রাজি না হলে রাফির গায়ে কেরোসিন ঢেলে আ’গুন দেয় তারা।এতে রাফির পুরো শরীর দ’গ্ধ হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাস*পাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মা’রা যায়।
এ ঘটনায় নুসরাতের বড় ভাই বাদী হয়ে ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মা’মলা করেন।রাফি হ’ত্যা মা’মলায় পু’লিশ ও পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ২১ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রে’ফতার করে। পরে ২৯ মে ১৬ জনকে আ’সামি করে ৮০৮ পৃষ্ঠার অ’ভিযোগপত্র দাখিল করে পিবিআই।
চার্জশিটভুক্ত ১৬ আ’সামির মধ্যে ১২ জন আ’দালতে স্বীকারোক্তিমূলক জবানব’ন্দি দিয়েছে।৩০ মে মা’মলা’টি ফেনীর নারী ও শি’শু নি’র্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
১০ জুন আ’দালত মা’মলা’টি আমলে নিলে শুনানি শুরু হয়। ২০ জুন অ’ভিযুক্ত ১৬ জনের বি’রুদ্ধে অ’ভিযোগ গঠন করেন বিচারিক আ’দালত।
২৭ ও ৩০ জুন মা’মলার বাদী মাহমুদুল হাসান নোমানকে জেরার মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। এরপর ৯২ সাক্ষীর মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন আ’দালতে।
উড্ডয়নের পর পরই ভেঙে পড়ল ভারতীয় নৌবাহিনীর একটি মিগ ২৯কে বিমান। গোয়ার ডাবোলিমের নৌবাহিনীর ঘাঁটির কাছেই ওই দুর্ঘটনা ঘটে। তবে ভালো খবর হলো নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বিমানের দুই পাইলট।
নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়ার পরই ওই ট্রেনার বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। শনিবার সকালে আইএনএস হংস থেকে বিমানটি আকাশে ওড়ে। তার পরই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসতে পেরেছেন ক্যাপ্টেন এম শেখান্দা ও ক্যাপ্টেন দীপক যাদব।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওড়ার পরই বিমানের ডানদিকের ইঞ্জিনে ধাক্কা মারে একটি পাখি। তার পরেই সেটি ভেঙে পড়ে। তবে কোনো জনবহুল এলাকায় সেটি ভেঙে পড়েনি। ফলে বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১৬ সালে এই মিড-২৯কে ফাইটার জেটটি নিয়ে প্রশ্ন তুলেছিল ক্যাগ। এটির ইঞ্জিন নিয়েই প্রশ্ন তুলেছিল কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল।
সূত্র : জি নিউজ
মেহেরপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক দম্পতি আটক
https://aparadhtv.com/wp-content/uploads/2019/11/75594354_521699841893005_3712313746316591104_n-1.jpg
মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনুকা কে ডিবি পুলিশ আটক করেছে।
আটক শাহারুল রেনুকা মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মেহেরপুর ডিবির এসআই আব্দুল্লাহ-আল-মামুন ইব্রাহিম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়। ফেনসিডিল রাখার অপরাধে গত ৩ নভেম্বর মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক এই দম্পতিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের জেল দেন। ঐ সময় তারা পলাতক ছিল।
তথ্য- গাংনীর চোখ:
প্রধান উপদেষ্টাঃ রিন্টু চৌধুরী
সম্পাদক- মোঃ আজিজুল ইসলাম আজিজ 01719-076924,
নির্বাহি সম্পাদক -মোঃ রফিকুল ইসলাম 01717-656705fÐd¡e L¡k¡Ñmu
¢jlf¤l-13,Y¡L¡
ফোনঃ 01827-656705 ইমেইলঃ anusondan2@gmail.com