উলিপুরে ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

 

 

 

কুড়িগ্রামের উলিপুরে ৩ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানা ।

পুলিশ জানায়, গত (১৩ ডিসেম্বর) বুধবার উলিপুর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলা রুজু হয়। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালাতে থাকে। পরে উলিপুর থানায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে এছাড়াও তার দেওয়া তথ্য মতে কুডি়গ্রাম জেলার রাজারহাট এলাকা হতে চুরি যাওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, উলিপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল মোটরসাইকেল উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর