গাংনী পৌর এলাকার ২ নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে সরোয়ার হোসেনের এক গাভির দুই টি বাচ্চা হয়েছে। গত রবিবার রাতে দুইটি বাচ্চা প্রসব করে তার গাভীটি। এ খবর এলাকায় ছড়িয়ে বললে উৎসুক মানুষের ভীড় জমে।বাছুর দুটি দেখতেও অনেক সুন্দর।দুটো বাচ্চায় সুস্হ আছে।