কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে টাপেন্টা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ বার পঠিত

 

কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ পিচ নেশা জাতীয় নিশিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ জনি হোসেন (২৬) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার রাতে কুষ্টিয়া দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত জনি হোসেন দৌলতপুর থানাধীন জয়ভোগা এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলমের নেতৃত্বে চৌকস পুলিশ অফিসার এসআই রফিকুল ইসলাম, এএসআই মেহেদী হাসান, এএসআই মোয়াজ্জেম সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দৌলতপুর থানাধীন আল্লারদর্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জনিকে গ্রেফতার করে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামী জনির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর